মুখ্য সংবাদ

ফাঁস হবে ছবি, ব্যক্তিগত তথ্য! এই ২৮টি অ্যাপে পাওয়া গিয়েছে বিপজ্জনক SparkCat ভাইরাস

Published on:

Dangerous sparkcat crypto Malware found in 27 popular apps delete from phone

অ্যান্ড্রয়েড হোক বা আইফোন, যেকোনও ফোনে প্রভাব ফেলতে পারে স্পার্কক্যাট নামে একটি নতুন এবং অত্যন্ত বিপজ্জনক ম্যালওয়্যার ভাইরাস। যা দ্রুত ছড়িয়ে পড়ছে বলে দাবি করা হয়েছে। দুনিয়াজুড়ে হাজার হাজার ডিভাইসকে সংক্রামিত করছে এই ভাইরাস। সাধারণ ম্যালওয়্যারের তুলনায়, স্পার্কক্যাট ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট পুনরুদ্ধারের বাক্যাংশ-সহ সংবেদনশীল ডেটা চুরি করতে সক্ষম বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।

স্পার্কক্যাট ম্যালওয়্যার কী?

টেক সংস্থা ক্যাসপারস্কির রিপোর্ট অনুযায়ী, স্পার্কক্যাট হল একটি ক্ষতিকারক সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট (SDK), যা গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরের একাধিক অ্যাপে ছড়িয়ে পড়েছে। এই ম্যালওয়্যার ভাইরাসটি ব্যবহারকারীদের ডিভাইসে সংরক্ষিত ছবি স্ক্যান করে ব্যক্তিগত তথ্য চুরি করে থাকে। কোনও ব্যবহারকারী যদি অজান্তে কোনও সংক্রামিত অ্যাপ ডাউনলোড করে থাকেন, তাহলে তার আর্থিক এবং ব্যক্তিগত তথ্য ঝুঁকির মধ্যে পড়তে পারে।

WhatsApp Community Join Now

এখনও পর্যন্ত ১৮টি অ্যান্ড্রয়েড অ্যাপ এবং ১০টি iOS অ্যাপে এই ম্যালওয়্যার থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংক্রামিত অ্যাপগুলির মধ্যে একটি হল ChatAi। আপনি যদি এই অ্যাপ বা অন্য কোনও সন্দেহজনক অ্যাপ ডাউনলোড করে থাকেন, তাহলে আপনার ডেটা সুরক্ষিত রাখতে অবিলম্বে এটি ফোন থেকে মুছে ফেলুন।

আরও পড়ুনঃ চলে এল Samsung Galaxy S25 সিরিজের এন্টারপ্রাইস এডিশন, পাবেন দুর্দান্ত সিকিউরিটি

এই ভাইরাস অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (OCR) ব্যবহার করে ছবি থেকে টেক্সট পড়তে পারে, যার ফলে সংবেদনশীল তথ্য চুরি হওয়ার ঝুঁকি বেড়ে যায়। পাশাপাশি
ম্যালওয়্যারটি ইংরেজি, হিন্দি, চীনা, জাপানি, ফরাসি এবং আরও অনেক ভাষাতে কীওয়ার্ড চিনতে পারে, যা এটিকে অত্যন্ত বিপজ্জনক করে তোলে।

স্পার্কক্যাট ভাইরাস থেকে বাঁচার জন্য যা যা করা দরকার –

সবসময় বিশ্বস্ত সোর্স থেকে ভালো রেটিং-সহ অ্যাপ ইনস্টল করুন।

যদি কোনও অ্যাপ আপনার স্টোরেজ বা ক্যামেরার অপ্রয়োজনীয় অ্যাক্সেস চায়, তাহলে তা এড়িয়ে চলুন।

নিরাপত্তা দুর্বলতাগুলি ঠিক করতে নিয়মিত ফোনের সফটওয়্যার আপডেট করুন।

নিরাপত্তা অ্যাপগুলি ম্যালওয়্যার হুমকি শনাক্ত করতে এবং ব্লক করতে পারে।

কখনও ক্রিপ্টো ওয়ালেট বাক্যাংশগুলি স্ক্রিনশট হিসাবে সেভ করবেন না।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন