কম দামে নতুন ফোন কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। কারণ, ফ্লিপকার্টে এখন চলছে বিগ বাঁচাত ডেজ (Flipkart Big Bachat Days) সেল। আর আজই সেলের শেষ দিন। এই সেলে ১২ হাজার টাকার কমে বিক্রি হচ্ছে Motorola, Realme আর POCO-র মতো জনপ্রিয় ব্র্যান্ডের জনপ্রিয় কয়েকটি স্মার্টফোন। আপনি মাত্র ৬,৯৯৯ টাকা খরচ করে ফ্লিপকার্ট বিগ বাঁচাত ডেজ সেল থেকে একটি ফোন কিনে নিতে পারবেন।
ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ছাড়াও, সেলে ক্যাশব্যাক, এক্সচেঞ্জ বোনাস-সহ আরও নানা অফারের লাভ ওঠানো যাবে। তবে ক্যাশব্যাক পাওয়াও জন্য আপনাকে নির্দিষ্ট ব্যাঙ্ক কার্ড ব্যবহার করতে হবে। আর এক্সচেঞ্জ অফারে কতটা ছাড় পাওয়া যাবে তা নির্ভর করবে পুরনো ফোনের অবস্থা, ব্র্যান্ড আর কোম্পানির নীতির ওপর।
মোটোরোলা জি৪৫ ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্ট এই সেলে ১১,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এর সাথে ৫% ক্যাশব্যাক অতিরিক্ত পাওয়া যাবে। এক্সচেঞ্জ অফারে মিলবে ১০,১০০ টাকাও পর্যন্ত ডিসকাউন্ট।
ফিচারের কথা বললে, এতে আছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ চিপসেট। এর ব্যাটারি ক্যাপাসিটি ৫০০০ এমএএইচ।
রিয়েলমি সি৬৩ ৫জি ফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্ট বিগ বাঁচাত ডেজ সেল চলাকালীন কেনা যাবে ১০,৯৯৯ টাকায়। আজ শেষ দিনে অতিরিক্ত ৫% ক্যাশব্যাকের সুবিধাও পাওয়া যাবে। পুরনো ফোন এক্সচেঞ্জ করলে দাম কমানো যাবে ৮,৯৫০ টাকা।
রিয়েলমির এই ডিভাইসে মিলবে ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, ৩২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
পোকো সি৭১ স্মার্টফোনের ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট সেলে বিক্রি হচ্ছে মাত্র ৬,৯৯৯ টাকায়! এখানেও পাওয়া যাবে অতিরিক্ত ৫% ক্যাশব্যাক, আর এক্সচেঞ্জ অফারে ৫,৪৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলতে পারে। কম দামের এই ফোনে আছে ৬.৮৮ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ইউনিসক T7250 চিপসেট।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.