ভারতে শুরু হতে চলেছে উৎসবের মরসুম। স্বাভাবিকভাবেই তার আগে শুরু হবে শপিং। ফলে ই-কমার্স সাইটগুলি ক্রেতা টানতে বিভিন্ন ধরনের সেলের আয়োজন করতে চলেছে। ভারতের দুই বড় ই-কমার্স সাইট Flipkart ও Amazon, ইতিমধ্যেই বড়সড়সেলল আনার সঙ্কেত দিয়েছে। Flipkart তাদের ওয়েবসাইটে Big Billion Days Sale এর টিজার পোস্টার রিলিজ করেছে। এদিকে সম্প্রতি দেখা গেছে Amazon Great Indian Festival Sale এর ঝলক। যদিও উভয় সেলের তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে টিজার সামনে আসার অর্থ, শীঘ্রই শুরু হতে চলেছে Flipkart Big Billion Days Sale ও Amazon Great Indian Festival Sale।
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে মোবাইল ফোন, ল্যাপটপ, হোম অ্যাপ্লায়েন্স, ফ্যাশন সহ বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট দারুণ ছাড়ে কেনা যাবে। অ্যামাজন জানিয়েছে, এই সেলে ইলেকট্রনিক্স ও অ্যাক্সেসরিজে সর্বোচ্চ ৮০% পর্যন্ত ডিসকাউন্ট মিলবে। আবার প্রাইম মেম্বাররা সেলের ২৪ ঘণ্টা আগে ডিলের লাভ ওঠাতে পারবেন। এছাড়া SBI কার্ডে মিলবে অতিরিক্ত ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। মিলবে এক্সচেঞ্জ অফারের সুবিধাও।
ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে কোন কোন প্রোডাক্টে ডিসকাউন্ট পাওয়া যাবে তা এখনও সামনে আসেনি। তবে আশা করা যায় যে, এই সেলেও স্মার্টফোন, কিচেন অ্যাপ্লায়েন্স, টিভি, পোশাক ও জুতো ভারী ছাড় সহ কেনা যাবে। আবার Axis Bank ও ICICI Bank কার্ডে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। সেই সঙ্গে থাকছে ইএমআই এর সুবিধা।
আগেই বলেছি যে, Flipkart ও Amazon এখনও Big Billion Days Sale ও Great Indian Festival Sale এর তারিখ প্রকাশ করেনি। তবে আমাদের বিশ্বাস, সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে এই সেল দুটি লাইভ হবে। তাই কোন কোন প্রোডাক্ট এইসমস্ত সেল থেকে কিনবেন তার উইশলিস্ট এখন থেকেই বানাতে শুরু করুন।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.