স্বাধীনতা দিবসের প্রাক্কালে ফ্লিপকার্ট ফের ক্রেতাদের জন্য নিয়ে এল বিশেষ সেল। ১৩ আগস্ট থেকে আরও একবার শুরু হতে চলেছে Flipkart Freedom Sale। এই সেলেও ইলেকট্রনিক্স, ফ্যাশন, হোম অ্যাপ্লায়েন্সসহ বিভিন্ন ধরনের প্রোডাক্টে আকর্ষণীয় ডিসকাউন্ট দেওয়া হবে। বিশেষ করে আপনি যদি স্মার্টফোন, ল্যাপটপ, টেলিভিশন, হেডফোন বা অন্য গ্যাজেট খোঁজ করে থাকেন তাহলে এই সেলে দারুন সুযোগ থাকবে। সরাসরি ডিসকাউন্টের পাশাপাশি ব্যাঙ্ক অফারের লাভ ওঠানো যাবে। আসুন Flipkart Freedom Sale এর অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে কানারা ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে ১০% ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়া ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা পাবেন ৫% ক্যাশব্যাক। আবার সেলে কিছু প্রোডাক্টে এক্সচেঞ্জ বোনাস এবং নো-কস্ট ইএমআইয়ের সুবিধাও থাকবে।
Flipkart Freedom সেলের মাইক্রোসাইট অনুযায়ী, এখানে ৭৮টি ফ্রিডম ডিল, রাশ আওয়ার অফার, বাজেট ডিল, জ্যাকপট ডিল ও এক্সচেঞ্জ আওয়ারসের মতো লিমিটেড টাইম অফার পাওয়া যাবে। আর এই সেলে iPhone 16, Samsung Galaxy S24 FE, OPPO K13 Turbo সিরিজ কম দামে কেনা যাবে।
এছাড়া বিশেষ ছাড়ে বিক্রি হবে Motorola Edge 50 Fusion ও Edge 50 Ultra মডেল দুটি। অন্যদিকে সস্তায় পাওয়া যাবে Galaxy S24, Vivo T4 5G, Realme P3 5G, Nothing Phone 2 Pro, Moto G45, Galaxy A35 5G এবং Nothing Phone 3(a)-এর মতো জনপ্রিয় ডিভাইসগুলিও।
ফ্রিডম সেলে Intel Core 5i সিরিজের ল্যাপটপের দাম শুরু হবে ৩x,৯৯০ টাকা থেকে (অর্থাৎ ৪০,০০০ টাকার কমে পাওয়া যাবে)। আর Intel Core Ultra সিরিজের মডেল কেনা যাবে ৪৫,৯৯০ টাকা থেকে। Acer Swift সিরিজের দাম শুরু হবে ৪৭,৯৯০ টাকা থেকে এবং Predator গেমিং ল্যাপটপ মাসিক ১৬,৮৮৯ টাকা ইএমআই দিয়ে কেনা যাবে।
Flipkart Freedom সেলে TCL-এর নতুন Google OLED TV এর দাম শুরু হবে ১৩,৪৯০ টাকা থেকে। আবার Mini LED QLED পাওয়া যাবে ২৪,৭৪০ টাকা থেকে। আর ৫০ ইঞ্চি বা তার থেকে বড় সাইজের টিভি ২১,৯৯৯ টাকা থেকে মিলবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.