মুখ্য সংবাদ

Happy New Year 2025 WhatsApp Stickers: নতুন বছরের শুভেচ্ছা পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে, রইল স্টিকার

Published on:

Happy New Year 2025 Share Wishes With WhatsApp Stickers know how to download

Happy New Year 2025 WhatsApp Stickers: রাত পোহালেই নতুন বছর। বর্ষবরণে মেতে উঠবে গোটা বিশ্ব। এই বিশেষ মুহূর্তে শুভেচ্ছা বার্তা পাঠাতে ভরসা রাখতে পারেন WhatsApp- এ। বর্তমানে বিশ্বে সবথেকে জনপ্রিয় মেসেজিং অ্যাপ। সেখানে নানা স্টিকার ও বার্তা পাঠিয়ে দিতে পারেন আপনজনদের। সম্প্রতি নতুন স্টিকার প্যাক এনেছে হোয়াটসঅ্যাপ। কীভাবে সেগুলি পাঠাবেন সহজ পদ্ধতি জেনে নিন।

তার আগে জানিয়ে রাখি, দুটি উপায়ে হোয়াটসঅ্যাপে স্টিকার পাঠাতে পারেন। বিভিন্ন বিল্ট-ইন স্টিকার আগে থেকে লোড করা যাবে, যা বন্ধু বা প্রিয়জনকে শুধুমাত্র একটি ট্যাপের মাধ্যমে দ্রুত বার্তা পাঠাতে পারবেন। অথবা সহজ গুগল প্লে স্টোর থেকে তৃতীয় পক্ষের স্টিকার প্যাকগুলি ডাউনলোড করতে পারেন।

WhatsApp Community Join Now

WhatsApp শুভ নববর্ষ 2025 স্টিকার প্যাক

হোয়াটসঅ্যাপের জন্য শুভ নববর্ষ 2025 স্টিকার প্যাক ডাউনলোড করতে, গুগল প্লে স্টোরে যেতে হবে। সেখানে ইংরেজিতে সার্চ করুন “হোয়াটসঅ্যাপ স্টিকার প্যাক হ্যাপি নিউ ইয়ার 2025″। আপনি বেছে নেওয়ার জন্য প্রচুর স্টিকার প্যাক বিকল্প পাবেন। পছন্দের একটি বেছে নিন এবং আপনার ফোনে ইনস্টল করুন।

WhatsApp হ্যাপি নিউ ইয়ার 2025 স্টিকার কীভাবে পাঠাবেন?

একবার স্টিকার প্যাক ইন্সটল হয়ে গেলে, আপনি যে পরিচিতি বা গ্রূপে মেসেজ করতে চান তার চ্যাটটি ওপেন করুন।

চ্যাট উইন্ডোর বাম দিকে স্টিকার আইকনটি সন্ধান করুন।

তার পর আলতো চাপুন।

এটি আপনাকে স্টিকারগুলির একটি নির্বাচনের দিকে নিয়ে যাবে, যার মধ্যে আগে থেকে ইনস্টল করা এবং আপনার নিজের তৈরি করার বিকল্প রয়েছে।

ক্রিয়েটিভ হতে চাইলে একটি কাস্টম স্টিকার তৈরি করতে পারেন অথবা উপলব্ধ স্টিকারগুলি থেকে নির্বাচন করতে পারেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন