Hero MotoCorp ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ইভেন্টে নতুন দুই বাইক লঞ্চ করেছে। যার মধ্য একটি Xpulse 210 এবং অন্যটি Xtreme 250R। দ্বিতীয় মডেলটি কোম্পানির সবথেকে পাওয়ারফুল টু-হুইলার হিসাবে এসেছে। ডিজাইন এই মোটরসাইকেলের সবথেকে বড় আকর্ষণ। হিরো এবার তাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলিতে ঘোষণা করেছে যে, বাইকের অফিসিয়াল বুকিং ফেব্রুয়ারিতে শুরু হবে। আর ডেলিভারি মার্চে।
Hero Xtreme 250R-এর বুকিং নিয়ে বড় ঘোষণা
ভারতের বাজারে Hero Xtreme 250-এর দাম ১.৮০ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। মডেলটির হাত ধরে কোয়ার্টার-লিটার স্ট্রিট বাইকের জগতে পা রেখেছে হিরো। বর্তমানে এই সেগমেন্টে ভারতীয় এবং জাপানি ব্র্যান্ডগুলির দাপট চলছে। কোম্পানির বিশ্বাস, নতুন বাইকটি এই সেগমেন্টে পার্থক্য গড়ে দিতে পারে। উল্লেখ্য, এটি এক বছর আগে মিলান মোটরসাইকেল শো-তে Xtunt 2.5R কনসেপ্ট হিসাবে উন্মোচিত হয়েছিল।
উল্লেখযোগ্য বিষয় হল, হিরো বিগত কয়েক বছর ধরে বেশ কিছু সুদর্শন মোটরসাইকেল তৈরি করছে। যে ধারা প্রথমে Xtreme 160R দিয়ে শুরু হয়েছিল, তারপর Xtreme 125R মডেলেও চালু হয়। এখন Xtreme 250R-এর সাথে কোম্পানি সেই সুখ্যাতি অব্যাহত রেখেছে। অনেকটা ডুকাটি স্ট্রিটফাইটারের মতো দেখতে হিরোর নতুন এক্সট্রিম। নিঃসন্দেহে রাস্তা দিয়ে গেলে সকলের নজর কাড়বে।
পারফরম্যান্সের কথা বললে, হিরো এক্সট্রিম ২৫০আর বাইকে ২৫০ সিসি লিকুইড কুলড ইঞ্জিন রয়েছে। এটি ৩০ হর্সপাওয়ার ক্ষমতা ও ২৫ এনএম টর্ক উৎপন্ন করে। মাত্র ৩.২৫ সেকেন্ডের মধ্যে ০-৬০ কিমি প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে সক্ষম। এক্সট্রিম ২৫০আর-এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ সংযোগ, টার্ন বাই টার্ন নেভিগেশন, মিউজিক কন্ট্রোল।