বাইকের সঙ্গে দামি রাইডিং জ্যাকেট একদম বিনামূল্যে পাওয়া যাবে। এই অফার এনেছে KTM। কোম্পানি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই অফার সম্পর্কে ঘোষণা করেছে। জানা গিয়েছে, KTM 200 Duke মোটরসাইকেল কিনলে তার সঙ্গে দামি Rynox রাইডিং জ্যাকেট সম্পূর্ণ বিনামূল্যে পাওও যাবে। দেশজুড়ে কেটিএমের সমস্ত শোরুমে এই অফারটি পাওয়া যাবে।
KTM 200 Duke মোটরসাইকেল কিনলে তার সঙ্গে যে রাইডিং জ্যাকেট বিনামূল্যে পাবেন, সেটি হল- Rynox Cypher GT। জ্যাকেটের দাম ৪,৯৫০ টাকা। এই জ্যাকেটের হাতা এবং বুকের জায়গায় রয়েছে কেটিএম লোগো। এটি গ্রীষ্মকালে পরার জন্য উপযুক্ত বলে দাবি কোম্পানির। কারণ এর বাইরের বেশিরভাগ অংশে টেক্সটাইল প্যাচ-সহ বিশেষ জাল রয়েছে।
সুরক্ষার দিক থেকে, কাঁধ, কনুই এবং পিঠের জন্য স্ট্যান্ডার্ড হিসাবে Cerros লেভেল 2 প্রোটেক্টর পাওয়া যাবে। এর পাশাপাশি বুকের অংশে অভ্যন্তরীণ পকেট রয়েছে, কিন্তু, বুকের বর্মগুলি আলাদাভাবে কিনতে হবে। অনেকের মতে, KTM-এর একটি ভালো পদক্ষেপ। কারণ এই অফার মোটরসাইকেল কেনাকে আরও আনন্দদায়ক করে তোলার পাশাপাশি, বাইক চালানোর সময় রাইডারদের প্রতিরক্ষামূলক সরঞ্জাম পরতে উৎসাহিত করবে।
এই নেকেড বাইকে ১৯৯.৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা সর্বোচ্চ ২৪.৬৭ হর্সপাওয়ার এবং ১৯.৩ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। সঙ্গে মিলবে একটি ৬ স্পিড গিয়ারবক্স। বাইকে রয়েছে WP সাসপেনশন, ডুয়াল-চ্যানেল ABS-সহ ByBre ব্রেক, ব্লুটুথ কানেক্টিভিটি এবং পাঁচ ইঞ্চি TFT স্ক্রিন। ভারতে বাইকের এক্স-শোরুম দাম ২.০৬ লাখ টাকা (এক্স-শোরুম)।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.