ভারতীয় স্মার্টফোন কোম্পানি লাভা ইন্টারন্যাশনাল লিমিটেড ১৬ বছর পূর্ণ করতে চলেছে। আর এই উপলক্ষে ক্রেতাদের জন্য চমৎকার ডিলের ঘোষণা করল ব্র্যান্ডটি। ১৬ বছর পূর্তি উপলক্ষে লাভা অ্যানিভার্সারি সেল এর আয়োজন করা হয়েছে এবং এই সেলে নির্বাচিত ক্রেতারা মাত্র ১৬ টাকায় কোম্পানির ডুয়েল স্ক্রিনের দুর্দান্ত ফোন Lava Agni 3 5G এবং স্মার্টওয়াচ ProWatch V1 কেনার সুযোগ পাবেন।
লাভা অ্যানিভার্সারি সেলটি কোম্পানির অফিসিয়াল ই-স্টোর এবং অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজন, ফ্লিপকার্টে ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। এই সময় কোম্পানির ডিভাইসগুলি বিশেষ অফার এবং ডিসকাউন্টের সাথে কেনা যাবে। সবচেয়ে বড় আকর্ষণ হল ক্রেতারা ফ্ল্যাগশিপ ফোন এবং স্মার্টওয়াচ মাত্র ১৬ টাকায় কিনতে পারবেন। এই অফারটি কেবল প্রথম ১০০ জন ক্রেতাদের জন্য প্রযোজ্য।
ফ্ল্যাশ সেলের সুবিধা দেওয়া হবে
ব্র্যান্ডটি জানিয়েছে যে Lava Agni 3 এর জন্য সেল ৩০ মার্চ দুপুর ১২ টায় শুরু হবে। আর Lava Prowatch V1 স্মার্টওয়াচের ফ্ল্যাশ সেল সন্ধ্যা ৭ টায় শুরু হবে। এই সময় প্রথম ১০০ জন ক্রেতা এই ফোন এবং ওয়াছ মাত্র ১৬ টাকায় কেনার সুযোগ পাবেন। কোম্পানি অন্যান্য ডিভাইস এবং ওয়্যারেবলস-এর উপরও ছাড় পাওয়া যাবে।
স্মার্টফোনে পাওয়া যাচ্ছে এই ডিলগুলি
কোম্পানির ফ্ল্যাগশিপ ফোন Lava Agni 3 5G সেলে ২৫,৪৯৯ টাকার পরিবর্তে মাত্র ১৬,০০০ টাকায় অর্ডার করা যাবে। এছাড়া Blaze Duo 5G সেলে ১৮,৯৯৯ টাকার পরিবর্তে মাত্র ১৩,৭৯৯ টাকায় কেনা যাবে। আর Blaze 3 5G ডিভাইসটি ১২,৯৯৯ টাকার পরিবর্তে ৯,৮৯৯ টাকায় বিক্রি হবে।
স্মার্টফোন এবং ইয়ারবাডসের উপর বিশেষ ছাড়
লাভা অ্যানিভার্সারি সেলের সময় ক্রেতারা ২,৯৯৯ টাকা মূল্যের Probuds N32 এবং ২,৪৯৯ টাকা মূল্যের Probuds T31 উভয়ই শুধুমাত্র ৯৯৯ টাকায় কিনতে পারবেন। এছাড়াও ২,৪৯৯ টাকা মূল্যের Probuds N31 এবং ১,৫৯৯ টাকার Probuds 11 ইয়ারবাড ৭৯৯ টাকায় কেনা যাবে।
স্মার্টওয়াচ সেগমেন্টের কথা বললে ৪,৯৯৯ টাকার Prowatch V1 মাত্র ১,৬১৬ টাকায় অর্ডার করার সুযোগ পাওয়া যাবে। সেলে ক্রেতারা ৬,৯৯৯ টাকার Prowatch X ৩,৭৭৯ টাকায় কিনতে পারবেন।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.