মুখ্য সংবাদ

এক সারিতে দাঁড়াবে মঙ্গল, শুক্র, শনি ও বৃহস্পতি গ্রহ, জানুয়ারিতেই দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

Published on:

Mars Venus Saturn and Jupiter aligning just after sunset in January date and time

এক সারিতে চারটি গ্রহ দেখা যাবে রাতের আকাশে। এই মহাজাগতিক দৃশ্য ঘটবে জানুয়ারিতেই। সেই ইঙ্গিত দিলেন জ্যোতির্বিজ্ঞানীরা। এক লাইনে দাঁড়াবে চারটি প্রধান গ্রহ মঙ্গল, শুক্র, শনি এবং বৃহস্পতি। বিজ্ঞানীরা জানিয়েছেন, ওই সময়ে শনি এবং শুক্র গ্রহের মাঝে দূরত্ব অস্বাভাবিক ভাবে কমতে পারে। গত দু’বছরে সবথেকে বেশি উজ্জ্বল দেখা যাবে মঙ্গল গ্রহকে।

কবে ঘটবে এই মহাজাগতিক দৃশ্য?

জ্যোতির্বিজ্ঞানীদের কথায়, 17 এবং 18 জানুয়ারি এক সারিতে আসবে মঙ্গল, শুক্র, শনি ও বৃহস্পতি গ্রহ। 15 এবং 16 জানুয়ারি সবথেকে বেশি উজ্জ্বল দেখা যাবে মঙ্গল গ্রহকে। শুধু তাই নয়, এই মহাজাগতিক প্রান্তিককরণে নেতৃত্ব দেবে মঙ্গল গ্রহ। মিথুন নক্ষত্রে বসবে গ্রহটি।

WhatsApp Community Join Now

এই সময়ে মঙ্গল গ্রহ সূর্যাস্তের পূর্ব দিকে উঠবে এবং সূর্যোদয়ের সাথে সাথে পশ্চিমে অস্তগামী হয়ে সারা রাত দৃশ্যমান থাকবে। জানা গিয়েছে, -1.4 মাত্রার সাথে, মঙ্গল গ্রহ অনেক নক্ষত্রকে ছাড়িয়ে যাবে।

শুক্র ও শনির দূরত্ব কমবে

দক্ষিণ-পশ্চিমে, শুক্র এবং শনিকে আরও উজ্জ্বল দেখা যাবে। এই সময়টা দুই গ্রহ যখন কাছাকাছি আসবে, তখন একটি অত্যাশ্চর্য ভিজ্যুয়াল তৈরি হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। পুরো ঘটনাটি আরও আকর্ষণীয় করে তুলবে বৃহস্পতি। ওই সময়ে গ্রহটিকে আগের থেকে বেশি উজ্জ্বল দেখা যাবে।

নাম দেওয়া হয়েছে “প্ল্যানেট প্যারেড”

জ্যোতির্বিজ্ঞানীরা এই মহাজাগতিক দৃশ্যকে নাম দিয়েছে “প্ল্যানেট প্যারেড”। কারণ একাধিক গ্রহ সারিবদ্ধ হয়ে গোটা আকাশ আলোকিত করে তুলবে। এমন ঘটনা বিরল বলে দাবি করছেন বিজ্ঞানীরা। উক্ত চার গ্রহের পাশাপাশি ওই সময়ে পৃথিবী থেকে দেখা যাবে ইউরেনাস এবং নেপচুন। যাদের কাছে টেলিস্কোপ রয়েছে তারা দুটি গ্রহ স্পষ্ট দেখতে পারবেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন