মুখ্য সংবাদ

প্যান্টের পকেটে থাকা স্মার্টফোনে বিস্ফোরণ, অণ্ডকোষে গুরুতর আঘাত ফুচকা বিক্রেতার

Published on:

mobile phone explodes inside youth pant pocket in madhya pradesh

দেশজুড়ে গরমের দাবদাহ শুরু হতেই মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনা সামনে এল। জানা গিয়েছে যে, প্যান্টের পকেটে থাকা ফোন ফেটে গিয়ে গোপনাঙ্গে গুরুতর আঘাত পেয়েছেন এক যুবক। ঘটনাটি মধ্যপ্রদেশের রাজগড় জেলার সারাংপুরে ঘটেছে। পুলিশ সূত্রের দাবি, ১৯ বছর বয়সী ওই যুবক পেশায় ফুচকাওয়ালা। রাস্তার ধারেই ফুচকা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তিনি।

প্রতিদিনকার মতো নিজের মোটরসাইকেলে চেপে বাজার থেকে কেনাকাটা করে ফিরছিলেন অরবিন্দ নামে ওই যুবক। নেনওয়াডা গ্রামে টোল ট্যাক্সের কাছে দুর্ঘটনাটি ঘটে। এই বিস্ফোরণের অভিঘাতে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি পড়ে যান। গোপনাঙ্গ জখম হওয়ার পাশাপাশি তাঁর মাথায়ও আঘাত লাগে। স্থানীয়রা তাঁকে সারাংপুর সিভিল হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসার জন্য শাহাজাপুরের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আপাতত তিনি আশঙ্কামুক্ত বলেই জানা গিয়েছে।

সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন দায়ী

অরবিন্দের পরিবার জানিয়েছে, ফোন কেনার জন্য অনেকদিন ধরে টাকা জমাচ্ছিল যুবক। কয়েকদিন আগেই একটি নামী সংস্থার সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন কিনেছিলেন তিনি। হাসপতালের এক চিকিৎসক বলেছেন, মোবাইল বিস্ফোরণের কারণে ওই যুবক অণ্ডকোষে আঘাত লেগেছে। যদিও এই মুহূর্তে তাঁর অবস্থা স্থিতিশীল। স্থানীয় থানার ইনচার্জ বলেন, এই ঘটনা সম্পর্কে তিনি এখনও কোনও লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পাওয়ার পর তদন্ত করা হবে।

মোবাইল ফোন বিস্ফোরণের কারণ কী?

বিশেষজ্ঞদের মতে, মোবাইল ফোনে আগুন ধরে যাওয়া বা বিস্ফোরণের অনেকগুলি কারণ থাকতে পারে। তার মধ্যে প্রধান কারণ হল অতিরিক্ত গরম হয়ে যাওয়া, যার কারণে ব্যাটারির তাপমাত্রা বেড়ে গিয়ে ফেটে যেতে পারে। এছাড়াও, অন্য ফোন বা কোম্পানির চার্জার ব্যবহার, বেশি চার্জ দেওয়া এবং উৎপাদন ত্রুটিও মোবাইল ফোন বিস্ফোরণে অনুঘটকের কাজ করতে পারে।