মুখ্য সংবাদ

মোবাইল ফোনের “The End” কবে? ভবিষ্যদ্বাণী করলেন মার্ক জুকারবার্গ, বললেন তার বিকল্প

Published on:

Mobile phone will end soon date revealed by mark zuckerberg

মেটার সিইও মার্ক জুকারবার্গের কথায় উঠে এল মোবাইল ফোনের ভবিষ্যৎ। শীঘ্রই যে এটির বিকল্প চলে আসবে, তা নিশ্চিত তিনি। তার কথায়, মোবাইল ফোন শীঘ্রই স্মার্ট গ্লাস দ্বারা প্রতিস্থাপিত হবে। স্মার্ট ফোনের ব্যবহার ভুলে যাবে মানুষ। রোদ চশমাতেই মিটবে সমস্ত ডিজিটাল চাহিদা। এর আগেও নানা বিশিষ্ট ব্যক্তিরা মোবাইল ফোনের ভবিষ্যদ্বাণী করেছেন। সকলের কথাতেই উঠে এসেছে, স্মার্টফোনের বিবর্তন।

সময়ের সঙ্গে প্রযুক্তির অগ্রগতি হওয়াটাই স্বাভাবিক। তার প্রভাব যে মোবাইল ফোনেও পড়বে সেটাও আন্দাজ করা যায়। কিন্তু, কোন ডিভাইস সেটিকে প্রতিস্থাপন করতে পারে, কেমন ভাবে মোবাইল ফোনের বিবর্তন ঘটবে তা নিয়ে তর্ক-বিতর্ক রয়েছে। লক্ষ্যণীয় বিষয় হল, মেটা খোদ স্মার্ট গ্লাস বানিয়ে থাকে। বাজারে সেই পণ্য বেশ পরিচিত।

WhatsApp Community Join Now

মোবাইল ফোনের শেষ কবে, বিকল্পই বা কী?

প্রায় তিন দশক ধরে মোবাইল ফোন মানুষের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। মিনি কম্পিউটারে পরিণত হয়েছে এই ডিভাইস। টেক বিশেষজ্ঞদের মতে, সেটি এত সহজে মুছে যাবে না। বরং, তাতে আরও নতুন প্রযুক্তি যোগ হবে। তবে সময়ের সঙ্গে যেমন বড় মনিটর যুক্ত কম্পিউটার, বা বিরাট আয়তনের হার্ড ডিস্ক আজ বিলুপ্ত, তেমনই ফোনের সঙ্গেও তা হতে পারে।

বিকল্প হিসাবে এআই হেডসেট বা স্মার্ট গ্লাসকে এগিয়ে রাখছেন মার্ক জুকারবার্গ। তার মতে, ২০৩০ সালে মানুষ মোবাইল ফোন ছেড়ে অন্য ডিভাইস (এক্ষেত্রে স্মার্ট গ্লাস) তুলে নেবে। প্রসঙ্গত, মেটা ছাড়াও এই ক্ষেত্রে কাজ করছে অ্যাপল। কোম্পানির ভিশন প্রো হেডসেট তার মধ্যে উল্লেখযোগ্য।

এই ডিভাইস চোখে লাগালে এক নতুন ভার্চুয়াল দুনিয়া ফুটে উঠবে। শুধু তাই নয়, কলিং, SMS, গেমিং, নেভিগেশন-সহ একাধিক কাজ এই স্মার্ট গ্লাস দিয়েই করা যাবে। যা বর্তমানে একটি মোবাইল ফোন করে থাকে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন