নতুন বছর অর্থাৎ 2025 সাল চলে এসেছে। আর বছরের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি থেকে বেশ কয়েকটি নিয়মে বদল আসতে চলেছে। এই পরিবর্তনগুলি সরাসরি সাধারণ মানুষের জীবনে প্রভাব ফলবে। UPI, WhatsApp এবং Amazon Prime ব্যবহারকারীদের জন্য আজ থেকে নয়া নিয়ম প্রযোজ্য হবে। আসুন কি কি নিয়ম পরিবর্তন করা হয়েছে দেখে নেওয়া যাক।
UPI 123Pay এর লিমিটে বড় পরিবর্তন আনা হয়েছে। এখন অফলাইনে একবারে 10 হাজার টাকা ট্রান্সফার করা যাবে। যেখানে আগে 5 হাজার টাকা পাঠানো যেত। আজ থেকে তা বাড়ানো হয়েছে। অর্থাৎ এখন ব্যবহারকারীরা বেশি টাকা লেনদেন করতে পারবে। জানিয়ে রাখি UPI 123Pay হল অফলাইন পরিষেবা, যেখানে ইন্টারনেটের সাহায্য ছাড়াই টাকা ট্রান্সফার করা যায়। এই পরিষেবায় মোবাইল নম্বরে একটি ওটিপি আসে। এই ওটিপির সাহায্যে টাকা ট্রান্সফার করা যায়।
পুরনো কুড়িটি অ্যান্ড্রয়েড ডিভাইসে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপের সাপোর্ট। মেটার পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েড কিটক্যাট বা তার পুরানো অ্যান্ড্রয়েড ভার্সনে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না। যেসব ফোনের জন্য সাপোর্ট বন্ধ করা হয়েছে সেগুলিতে আর কোনো নতুন ফিচার আসবে না। অর্থাৎ ব্যবহারকারীরা কোনো ধরনের আপডেট পাবে না।
Samsung Galaxy S3, Galaxy Note 2, Galaxy Ace 3, Galaxy S4 Mini সহ আরও 16টি ফোনের জন্য সাপোর্ট বন্ধ করা হয়েছে।
অ্যামাজনও তাদের প্রাইম ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম এনেছে। এখন থেকে ব্যবহারকারীরা মাত্র 2টি টিভিতে বেসিক সাবস্ক্রিপশন ব্যবহার করতে পারবেন। কোনো ব্যবহারকারী যদি এর চেয়ে বেশি টিভিতে প্রাইম অ্যাক্সেস করতে চান, তাহলে তাকে আলাদা মেম্বারশিপ নিতে হবে। অর্থাৎ এখন টিভি ব্যবহারও নিয়ন্ত্রণ করা হচ্ছে। আজ 1 জানুয়ারি থেকে সংস্থার এই নতুন নিয়ম কার্যকর হবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.