নাথিং প্রোডাক্ট প্রেমীদের জন্য সুখবর। সংস্থাটি নিয়ে এসেছে ‘Now or Nothing’ নামের এক স্পেশাল সেল। এই সেল শুরু হচ্ছে আজ ১১ জুন থেকে, চলবে ১৫ জুন ২০২৫ পর্যন্ত। নাউ অর নার্থিং সেলে ব্র্যান্ডের স্মার্টফোন, অডিও গ্যাজেট, অ্যাক্সেসরিজ, সব কিছুতেই আকর্ষণীয় ছাড় পাওয়া যাবে। এই সেলের অফারগুলি Flipkart, Myntra, Croma, Vijay Sales এবং অন্যান্য রিটেইল স্টোরের মাধ্যমে উপভোগ করা যাবে।
নাউ অর নাথিং সেলে Nothing Phone (3a) ও Phone (3a) Pro ফোন সাশ্রয়ী মূল্যে কেনা যাচ্ছে। এর মধ্যে প্রথম মডেলটি পাওয়া যাচ্ছে মাত্র ২২,৯৯৯ টাকায়, আর প্রো ভার্সনটি মিলবে ২৬,৯৯৯ টাকায়। উভয় স্মার্টফোনে আছে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট, অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক নাথিং ওএস ৩.১ কাস্টম স্কিন, ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা ও ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ ৫০ ওয়াট ফাস্ট চার্জিং। তবে Pro মডেলে রয়েছে ৬০এক্স পেরিস্কোপ জুম এবং রিফাইন্ড ডিজাইন।
সেলে সিএমএফ ফোন ২ প্রো এর দাম রাখা হয়েছে মাত্র ১৭,৯৯৯ টাকা। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
নার্থিংয়ের নয়া সেলে Nothing Ear (a) কেনা যাচ্ছে মাত্র ৫,৪৯৯ টাকা, যেখানে রয়েছে ২৫০০ টাকা ছাড়। অন্যদিকে, Nothing Ear-এর দাম পড়ছে ৮,৪৯৯ টাকা। আবার CMF Buds Pro 2 পাওয়া যাচ্ছে ৩,৪৯৯ টাকায়, আর CMF Buds Pro বিক্রি হচ্ছে মাত্র ২,৪৯৯ টাকায় এবং CMF Neckband Pro মাত্র ১,৮৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। এদিকে CMF Buds মাত্র ১,৯৯৯ টাকায় মিলছে।
এই সেলে ইনস্ট্যান্ট ডিসকাউন্টের পাশাপাশি ICICI, SBI এবং IDFC FIRST ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীরা পাবেন অতিরিক্ত ক্যাশব্যাক। ফলে ডিভাইসগুলি আরও কম দামে কিনে নেওয়া যাবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.