OnePlus 13T জল্পনার অবসান ঘটিয়ে এই মাসেই লঞ্চ হচ্ছে। এটি একটি কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন যা প্রিমিয়াম ডিজাইন ও শক্তিশালী হার্ডওয়্যার অফার করবে। কোম্পানি একে “স্মল-স্ক্রিন পাওয়ারহাউস” ট্যাগলাইন দিয়ে বিজ্ঞাপন করছে, ফলে ফোনটি উচ্চ কর্মক্ষমতার সাথে পোর্টেবিলিটির ভারসাম্য বজায় রাখবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ওয়ানপ্লাস এখনও সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ না করলেও, একটি সূত্র প্রায় সমস্ত তথ্য ফাঁস করেছে।
OnePlus 13T স্পেসিফিকেশন (সম্ভাব্য)
রিপোর্ট অনুসারে, ওয়ানপ্লাস ১৩টি একটি ৬.৩ ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লের সাথে আসবে, যা ১.৫K রেজোলিউশন অফার করবে। আকারে ছোট হওয়া সত্ত্বেও, এতে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সহ শক্তিশালী ৬,২০০ এমএএইচ ব্যাটারি থাকবে। ফোনটি কোয়ালকমের অত্যাধুনিক স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট দ্বারা পরিচালিত হবে, যা ফ্ল্যাগশিপ স্তরের কর্মক্ষমতা প্রদান করবে।
এছাড়াও, ওয়ানপ্লাস তার উইন্ডচেজার গেমিং ইঞ্জিন ইন্টিগ্রেট করবে বলে আশা করা হচ্ছে, যা গেমিং পারফরম্যান্স অপ্টিমাইজ করার জন্য সিপিইউ ফ্রিকোয়েন্সি এবং ভোল্টেজের মধ্যে সামঞ্জস্য রাখে। অফিসিয়াল ডিজাইন এখনও গোপন থাকলেও, ফাঁস হওয়া মক রেন্ডার দুটি সম্ভাব্য রিয়ার ক্যামেরার দিকে ইঙ্গিত করছে।
ফোনটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা ওআইএস সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২x অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স থাকার সম্ভাবনা রয়েছে। তবে কিছু সূত্র ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স সহ ট্রিপল ক্যামেরা সেটআপ থাকার দাবি করেছে। ওয়ানপ্লাস ১৩টি মেটালের তৈরি মিডল ফ্রেম এবং গ্লাস ব্যাক প্যানেলের সাথে আসতে পারে।
OnePlus 13T এর দাম প্রধান আকর্ষণ হতে চলেছে। ফাঁস হওয়া তথ্য থেকে জানা গিয়েছে, Snapdragon 8 Elite প্রসেসর চালিত সবথেকে সাশ্রয়ী মূল্যের কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন হতে পারে এটি। দাম ৪,০০০ ইউয়ানের আশেপাশে থাকতে পারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪৭,২০০ টাকা।