গেম অফ থ্রোনস অনুপ্রাণিত Realme 15 Pro Game of Thrones Limited Edition ভারতে লঞ্চ হল, রয়েছে ৫১২ জিবি স্টোরেজ

সম্প্রতি ভারতে লঞ্চ হল Realme 15 Pro Game of Thrones Edition। জনপ্রিয় ফ্যান্টাসি টিভি সিরিজের থিম-যুক্ত এই লিমিটেড এডিশনে ওয়েস্টেরোস অনুপ্রাণিত ডিজাইন, কাস্টম প্যাকেজিং এবং এক্সক্লুসিভ থিম পাওয়া যাবে। এছাড়া এর স্পেসিফিকেশন মূল মডেলের মতো রাখা হয়েছে। যদিও লিমিটেড এডিশনটি কেবল একটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। আসুন Realme 15 Pro Game of Thrones Limited Edition-এর দাম এবং বিশেষত্বগুলি জেনে নেওয়া যাক।
Realme 15 Pro Game of Thrones Limited Edition এর দাম
Realme 15 Pro Game of Thrones Limited Edition ভারতে ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ মডেলে উপলব্ধ। এই বিশেষ এডিশনের মাত্র ৫,০০০ ইউনিট ভারতে ৪৪,৯৯৯ টাকায় পাওয়া যাবে।
Realme 15 Pro Game of Thrones Limited Edition এর ডিজাইন ও ফিচার
রিয়েলমি ১৫ প্রো গেম অফ থ্রোনস লিমিটেড এডিশন ফোনের সম্পূর্ণ নান্দনিকতা গেম অফ থ্রোনস দ্বারা অনুপ্রাণিত। এর রিয়ার প্যানেলে একটি রঙ পরিবর্তনকারী বৈশিষ্ট্য রয়েছে। যেকারণে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে ডিভাইসের কালো রঙ পরিবর্তিত হয়ে গাঢ় লাল হয়। রিয়েলমি এই প্রযুক্তিটিকে “বর্ন ইন ফায়ার” (Born in Fire) হিসাবে উল্লেখ করেছে। এমনকি ইউজার ইন্টারফেসেও বড় পরিবর্তন আনা হয়েছে, যার মধ্যে ‘ফায়ার’ এবং ‘আইস’ উভয় অনুপ্রাণিত থিম রয়েছে।
Realme 15 Pro Game of Thrones Limited Edition হ্যান্ডসেটের এআই এডিট জিনি (AI Edit Genie) ফিচার একাধিক গেম অফ থ্রোনস-থিম অফার করে এবং এই থিমগুলি কাস্টমাইজেবল। তাই ব্যবহারকারীরা মূলত এআই ব্যবহার করে মধ্যযুগীয় পোশাকগুলি তৈরি করতে পারবেন। সীমিত এডিশনের Realme 15 Pro Game of Thrones একটি স্পেশাল কালেক্টর বক্সের সাথে এসেছে।
এই বক্সের ভিতরে একটি ছোট আয়রন থ্রোন, ওয়েস্টেরোস কন্টিনেন্টের একটি মানচিত্র, হাউস টারগারিয়েনের একটি পরিচয় এবং হাউস স্টার্কের একটি পরিচয়পত্র মিলবে। গেমস অফ থ্রোনস ফ্র্যাঞ্চাইজির ভক্তদের জন্য, পোস্টকার্ড এবং সিগিল স্টিকারের একটি সম্পূর্ণ সংগ্রহ রয়েছে, যার সাথে জন স্নো, ডেনেরিস এবং টাইরিয়নের মতো জনপ্রিয় চরিত্রগুলির ছবি রয়েছে।