শাওমি বিশ্ব বাজারে গতকাল Xiaomi Pad Mini এবং Xiaomi 15T সিরিজের পাশাপাশি Redmi Pad 2 Pro ট্যাবলেটটি লঞ্চ করেছে। এর দাম শুরু হয়েছে প্রায় ৩১,০০০ টাকা থেকে। এই ট্যাবে রয়েছে বড় ডিসপ্লে, উন্নত কর্মক্ষমতা, বড় ব্যাটারি, হাইপারওএস ২ (HyperOS 2) ইন্টারকানেক্টিভিটি এবং অপশনাল ৫জি সাপোর্ট। ডিভাইসটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। আসুন Redmi Pad 2 Pro এর দাম, স্পেসিফিকেশন এবং ফিচার জেনে নেওয়া নেওয়া যাক।
ইউরোপে Redmi Pad 2 Pro ট্যাবলেটের ওয়াই-ফাই ভার্সন ও ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২৯৯.৯৯ ইউরো (প্রায় ৩১,২৪০ টাকা)। আর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটি পাওয়া যাবে ৩৪৯.৯৯ ইউরো (প্রায় ৩৬,৪৫০ টাকা) মূল্যে। এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রে এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সহ ম্যাট গ্লাস কালার অপশন ৩৭৯.৯৯ ডলার (প্রায় ৩১,৬৬০ টাকা) মূল্যে লঞ্চ হয়েছে।
আবার রেডমি প্যাড ২ প্রো এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ ৫জি ভার্সনের দাম ৩৭৯.৯৯ ডলার রাখা হয়েছে। আবার অ্যাক্সেসরিজ হিসেবে কীবোর্ডের মূল্য ধার্য করা হয়েছে ৯৯.৯৯ ডলার (প্রায় ৮,৮৭০ টাকা)। ট্যাবলেটটি ইউরোপ ও আমেরিকায় লঞ্চ হলেও ভারতীয় বাজারে এটি কবে আসবে, তা এখনও জানা যায়নি।
Redmi Pad 2 Pro ট্যাবে ১২.১ ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে, যা ২.৫কে (২,৫৬০ × ১,৬০০ পিক্সেল) রেজোলিউশন অফার করে। এটি ১২০ হার্টজ পর্যন্ত অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট এবং ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। এই প্যানেলটি হাই ব্রাইটনেস মোডে ৬০০ নিট পর্যন্ত ব্রাইটনেস অফার করে এবং ডলবি ভিশন, ডিসি ডিমিং, রিডিং মোড ও ওয়েট টাচ প্রযুক্তি সাপোর্ট করে।
পারফরম্যান্সের জন্য এই ট্যাবলেটে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর সাথে এড্রেনো ৮১০ জিপিইউ যুক্ত আছে।মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ আরও ২ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। আর Redmi Pad 2 Pro মডেলটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস ২ (HyperOS 2) কাস্টম স্কিনে চলে।
ফটোগ্রাফির জন্য, এই ট্যাবের সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে এবং ওয়াই-ফাই মডেলে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫জি ভ্যারিয়েন্টে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। উভয়ই ৩০ ফ্রেম প্রতি সেকেন্ড (fps) হারে ১,০৮০ পিক্সেলের ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে, যা ভিডিও কল, অনলাইন ক্লাস এবং ক্যাজুয়াল ফটোগ্রাফির জন্য ডিভাইসটিতে উপযুক্ত করে তোলে।
পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi Pad 2 Pro ডিভাইসে আছে বিশাল ১২,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৪.২ ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক, ১৬ ঘন্টা রিডিং এবং ১০৫ ঘন্টারও বেশি সময় ধরে মিউজিক স্ট্রিমিং অফার করে। এটি ইউএসবি-সি পোর্টের মাধ্যমে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং এবং ২৭ ওয়াট পর্যন্ত ওয়্যার্ড রিভার্স চার্জিং সাপোর্ট করে।
এছাড়াও, শাওমির এই নয়া ট্যাবলেটে কোয়াড ডলবি অ্যাটমস স্পিকার, ডুয়েল মাইক, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৪ এবং ই-সিম এর মাধ্যমে অপশনাল 5G সাপোর্ট মিলবে। এতে একাধিক সেন্সরও রয়েছে। Redmi Pad 2 Pro গ্রাফাইট গ্রে, সিলভার এবং ল্যাভেন্ডার পার্পল এর মতো কালার অপশনে পাওয়া যাবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.