মুখ্য সংবাদ

Reliance Digital India নিয়ে এল দুর্দান্ত সেল, ট্যাব, ল্যাপটপ, টিভি, স্মার্টওয়াচ ও এসির উপর বাম্পার ছাড়

Published on:

Reliance digital india announces sale discount on tab laptop tv smartwatch ac

আর কয়েক ঘণ্টা পর দেশজুড়ে পালন করা হবে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস। এই দিবস উপলক্ষে একাধিক ই-কমার্স কোম্পানি নানা সেল চালু করার ঘোষণা করেছে। সেই তালিকায় যোগ দিল রিলায়েন্স। ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে Digital Sale। এটি অফলাইনে Reliance Digital, MyJio স্টোর এবং অনলাইনে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে রাত ১২টা পর্যন্ত চলবে।

এই সেলে, গ্রাহকরা শীর্ষস্থানীয় ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে কেনাকাটায় সর্বোচ্চ ২৬,০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। অফলাইনে কিনলে একাধিক আর্থিক বিকল্প বেছে নেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি কনজিউমার ডিউরেবল লোনের উপর সর্বোচ্চ ২৬,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়াও, UPI ব্যবহার করলে ক্রেতারা আনুষাঙ্গিক এবং ছোট যন্ত্রপাতির উপর ১,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন।

WhatsApp Community Join Now

সেল চলাকালীন ক্রেতারা Work & Learn Core i3 ল্যাপটপ পাবেন ২৬,৯৯৯ টাকায়। Creator core i5H ল্যাপটপের দাম শুরু হচ্ছে ৪৭,৫৯৯ টাকা থেকে এবং Gaming RTX 3050 ল্যাপটপের দাম শুরু হচ্ছে ৪৯,৯৯৯ টাকা থেকে। Samsung Tablet A9+ কেনা যাবে ১০,৯৯৯ টাকায়। স্মার্ট টিভি ক্যাটাগরিতে, ৭৫ ইঞ্চি ৪কে ইউএইচডি টিভির দাম ৫৯,৯৯০ টাকা থেকে শুরু।

অন্যদিকে ৫৫ ইঞ্চি টিভি ২৭,৯৯০ টাকা থেকে শুরু। পাশাপাশি মাত্র ১,৯৯০ টাকা থেকে আরম্ভ ইএমআই। ডলবি ডিজিটাল সাউন্ড-বারগুলিতে ৫০% পর্যন্ত ছাড় রয়েছে। ব্যাংক ক্যাশব্যাক এবং এক্সচেঞ্জ মিলিয়ে, অ্যাপল ওয়াচ সিরিজ ১০ ৩৮,৯০০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে, ১.৫ টন ৩ স্টার এসির দাম ২৬,৯৯০ টাকা থেকে শুরু করে, ওয়াশার ড্রায়ার ৪,৮৪৯ টাকা প্রতি মাসে দিয়ে কেনা যাবে। আর সাইড বাই সাইড রেফ্রিজারেটর ৪৭,৯৯০ টাকা থেকে শুরু হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন