Ather 450S ইলেকট্রিক স্কুটার ফুল চার্জে চলবে ১৬১ কিমি, দেড় লাখ টাকার কমে লঞ্চ হল

বেঙ্গালুরু-ভিত্তিক সংস্থা আথার এনার্জি আজ Ather 450S-এর একটি নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। এই নতুন ইলেকট্রিক স্কুটারে আছে ৩.৭kWh ব্যাটারি। ভারতে এই ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১.৪৫ লাখ টাকা (এক্স-শোরুম, বেঙ্গালুরু)। নতুন মডেলটি IDC সার্টিফিকেশন সহ এসেছে। আর 450X ভ্যারিয়েন্টের মতো Ather 450S ইলেকট্রিক স্কুটারটি ফুল চার্জে ১৬১ কিমি রেঞ্জ দেবে বলে দাবি করা হয়েছে।

Ather 450S ইলেকট্রিক স্কুটারের পারফরম্যান্স

নতুন 450S ইলেকট্রিক স্কুটারটি কোম্পানির ২.৯kWh ব্যাটারির এন্ট্রি-লেভেল মডেল এবং প্রিমিয়াম 450X-এর মাঝখানে অবস্থান করবে। এতে ৫.৪kW ক্ষমতার মোটর ব্যবহার করা হয়েছে, যা ২২ এনএম টর্ক জেনারেট করতে পারবে। কোম্পানির দাবি স্কুটারটি ০ থেকে ৪০ কিমি/ঘণ্টা গতিতে পৌঁছাতে সময় নেবে মাত্র ৩.৯ সেকেন্ড।

ডিজাইন ও রাইডিং মোড

Ather 450S স্কুটারের ডিজাইনে খুব একটা পরিবর্তন দেখা যাবে। আগের মতোই এতে শার্প লুক, এলইডি হেডল্যাম্প এবং প্রিমিয়াম ফিনিশ রয়েছে। এই ইলেকট্রিক স্কুটারে স্মার্ট ইকো, ইকো, রাইড এবং স্পোর্ট সহ মোট চারটি মোড পাওয়া যাবে।

ফিচার

আথার এনার্জির নতুন এই ইলেকট্রিক স্কুটারে পাওয়া যাবে ৭ ইঞ্চি স্মার্ট ডিসপ্লে সহ ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন ন্যাভিগেশন, অটো-ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্ট, ও AtherStack Pro সফটওয়্যারের সাপোর্ট। সুরক্ষার জন্য এতে দেওয়া হয়েছে অটোহেল্ড, ফল সেফ, এমার্জেন্সি স্টপ সিগন্যাল। এতে অ্যালেক্সাও সাপোর্ট করবে। কোম্পানির তরফে দাবি করা হয়েছে যে, Ather 450S হোম চার্জার দিয়ে ০ থেকে ৮০ শতাংশ চার্জ হতে সময় লাগে প্রায় ৪.৫ ঘণ্টা।

Ather 450S ইলেকট্রিক স্কুটারের ডেলিভারি আগস্ট থেকে

যারা নতুন ইলেকট্রিক স্কুটারটি কিনতে আগ্রহী, তারা আথারের শোরুমে বা অনলাইন থেকে বুকিং করতে পারবেন। কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে যে, আগস্ট ২০২৫ থেকে এর ডেলিভারি শুরু হবে।