আমেরিকায় স্মার্টফোন চুরি বেড়েই চলেছে, যা আটকাতে এবার নড়েচড়ে বসলো Samsung। সোমবার, ব্রিটেনের গ্যালাক্সি ডিভাইস ব্যবহারকারীদের উদ্দেশে এক সতর্কবার্তা জারি করেছে দক্ষিণ কোরিয়ান সংস্থাটি। Samsung জানিয়েছে, স্মার্টফোনে যেন লেটেস্ট অ্যান্টি-থেফট ফিচারগুলি সক্রিয় রাখা হয়। এর পাশাপাশি সফটওয়্যার আপডেটগুলি ডাউনলোড ও ইনস্টল করার অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, আমেরিকায় ইতিমধ্যেই দেশের বিভিন্ন এলাকায় স্মার্টফোন চুরি রোধে একটি জাতীয় ক্যাম্পেইন শুরু হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে Samsung তাদের প্রায় ৪ কোটির বেশি ব্রিটিশ গ্রাহকের কাছে বিভিন্ন কাস্টমার চ্যানেল এবং Samsung Members প্ল্যাটফর্মের মাধ্যমে সতর্কবার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে।
স্যামসাং জানিয়েছে, শুধু ডিজিটাল বার্তা দিয়েই থেমে থাকছে না তারা। সংস্থাটি লন্ডনের পিকাডিলি লাইটস স্কোয়ারে ও বিজ্ঞাপনী হোর্ডিং এবং টিউব স্টেশনগুলিতেও প্রচার চালাবে বলে জানিয়েছে। এর পাশাপাশি অনলাইন ভিডিও, কানেক্টেড টিভি এবং ব্রডকাস্ট অন ডিমান্ড চ্যানেলেও দেখা যাবে সচেতনতামূলক কনটেন্ট।
নতুন One UI 7 অপারেটিং সিস্টেমের সঙ্গে এসেছে একগুচ্ছ নতুন নিরাপত্তা ফিচার। ‘অ্যান্টি-রবারি স্যুট’ নামে একটি ফিচারে রয়েছে দুটি প্রধান উপাদান: ‘আইডেন্টিটি চেক’ এবং ‘সিকিউরিটি ডিলে’। প্রথমটি অপরিচিত অবস্থানে থাকাকালে কোনো গুরুত্বপূর্ণ সিকিউরিটি সেটিং পরিবর্তনের চেষ্টা করলে বায়োমেট্রিক অথেন্টিকেশন চায়।
আর দ্বিতীয়টি বায়োমেট্রিক ডেটা রিসেট করতে চাইলেই এক ঘণ্টা দেরি করার অনুরোধ জানায়, যেন ব্যবহারকারী অন্য ডিভাইস থেকে ফোন লক করে দেওয়ার সুযোগ পান।
এগুলি আগে শুধু Samsung Galaxy S25 সিরিজে ছিল, কিন্তু এখন S24, S23, S22, Z Fold 6, Z Flip 6, Z Fold 5 এবং Z Flip 5 মডেলেও পাওয়া যাবে। চেষ্টা চলছে সংস্থার আরও মডেলে এসব ফিচার যুক্ত করার।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.