মুখ্য সংবাদ

WhatsApp: হোয়াটসঅ্যাপের নয়া সুবিধা, এবার অটোমেটিক অনুবাদ হবে মেসেজ, গ্ৰুপ চ্যাটেও মিলবে এই ফিচার

Published on:

WhatsApp bringing new automatic chat translation Feature

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার আনছে WhatsApp। এবার চ্যাটে স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ হবে মেসেজ। এই ফিচারটি আনার উদ্দেশ্য হল, ট্রান্সলেশন সুবিধা আরও উন্নত করার জন্য চ্যাটের ভাষা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা। হোয়াটসঅ্যাপ দাবি করেছে, সুবিধাটি ব্যবহারকারীর গোপনীয়তা এবং সুরক্ষা বজায় রেখে বিভিন্ন ভাষায় যোগাযোগ সহজ করে তুলবে।

WhatsApp‌ আনছে অটোমেটিক চ্যাট ট্রান্সলেশন ফিচার

নতুন ফিচারটির ফলে হোয়াটসঅ্যাপে স্বয়ংক্রিয় ভাষা শনাক্তকরণ সিস্টেম যুক্ত হবে। অর্থাৎ চ্যাট অনুবাদ করার আগে ব্যবহারকারীদের কথোপকথনের ভাষা ম্যানুয়ালি নির্দিষ্ট করে চিহ্নিত করার প্রয়োজন হবে না। জানা গিয়েছে, নতুন সিস্টেমটি সম্পূর্ণরূপে ব্যবহারকারীর ডিভাইসে ডাউনলোড করা যাবে এমন ল্যাঙ্গুয়েজ প্যাকের মাধ্যমে কাজ করবে।

স্থানীয়ভাবে অনুবাদ প্রক্রিয়াকরণের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ নিশ্চিত করবে যে কোনও ডেটা বহিরাগত সার্ভারে যেন না যায়। ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা করার জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন বজায় রাখবে হোয়াটসঅ্যাপ। আরও ভালো বিষয় হল, ব্যবহারকারীদের চ্যাট অনুবাদের জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে না। কারণ বৈশিষ্ট্যটি অফলাইনেও কাজ করবে।

WabetaInfo এর রিপোর্ট অনুযায়ী, এই ফিচারের একটি প্রধান সুবিধা হল, গ্রুপ চ্যাটে যোগাযোগ উন্নত করা যাবে। সাধারণত গ্ৰুপ চ্যাটে প্রায়শই একাধিক ভাষা ব্যবহার করা হয়। অনুবাদের জন্য একটি নির্দিষ্ট ভাষা নির্বাচন করার বদলে, হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে প্রতিটি বার্তার ভাষা শনাক্ত করবে এবং সেই অনুযায়ী অনুবাদ করবে। এর ফলে ব্যবহারকারীরা নিরবচ্ছিন্ন এবং ভালো অভিজ্ঞতা পাবেন, বলে আশা করছে WhatsApp।

এছাড়াও, ল্যাঙ্গুয়েজ প্যাকগুলির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর কাছে। WhatsApp এর স্টোরেজ সেটিংসের মাধ্যমে সেগুলি মুছে ফেলতে পারবেন অথবা পুনরায় ডাউনলোড করার অপশন পাওয়া যাবে। এই সুবিধাটি প্রয়োজন অনুসারে তাদের অনুবাদ পছন্দগুলি কাস্টমাইজ করার অনুমতি দেয়।