হোয়াটসঅ্যাপ গত জুলাইয়ে ভয়েস মেসেজ ট্রান্সক্রাইব করার ফিচার এনেছিল। এই ফিচারটি ব্যবহারকারীদের ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশন করতে দেয়। এই ফিচার আপাতত ইংরেজি, স্প্যানিশ, রাশিয়ান এবং হিন্দি সহ বিভিন্ন ভাষা সাপোর্ট করে। এখন WhatsApp এই ফিচারকে আরও উন্নত করার পরিকল্পনা নিয়েছে। WABetaInfo-এর রিপোর্ট অনুসারে, WhatsApp ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশনের জন্য একটি নতুন ফিচার আনতে চলেছে, যা ব্যবহারকারীরা কীভাবে তাদের ভয়েস মেসেজ ট্রান্সলেট করতে চান তা সিদ্ধান্ত নিতে পারবেন।
ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশনের জন্য তিনটি বিকল্প পাওয়া যাবে
WABetaInfo গুগল প্লে স্টোরে উপলব্ধ অ্যান্ড্রয়েড 2.25.4.15 হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনে এই ফিচারটি খুঁজে পেয়েছে। পাশাপাশি, WABetaInfo এই নতুন ফিচারের একটি স্ক্রিনশট শেয়ার করেছে। শেয়ার করা স্ক্রিনশটে নতুন ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশন ফিচার দেখা গেছে। ব্যবহারকারীরা ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশনের জন্য তিনটি বিকল্প পাবে – অটোমেটিক, ম্যানুয়ালি এবং নেভার। অটোমেটিক বিকল্পটি মেসেজ বক্সে আসা প্রতিটি ভয়েস মেসেজ ট্রান্সক্রাইব করবে। এদিকে, ম্যানুয়াল অপশনে ব্যবহারকারীদের ভয়েস মেসেজ ট্রান্সক্রাইব করতে ট্রান্সক্রাইব অপশনে ট্যাপ করতে হবে।
📝 WhatsApp beta for Android 2.25.4.15: what’s new?
WhatsApp is working on a feature to choose how to get voice message transcripts, and it will be available in a future update!https://t.co/wy3xdUYqoJ pic.twitter.com/mqcYSZNjHT
— WABetaInfo (@WABetaInfo) February 19, 2025
তৃতীয় বিকল্পের কথা বললে, যা হল ‘নেভার’, এটি ব্যবহারকারীকে এই ফিচার থেকে দূরে রাখবে। বিশেষ বিষয় হল ব্যবহারকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী এই বিকল্পগুলি পরিবর্তন করতে পারবেন। WhatsApp এর এই ফিচারটি বর্তমানে বিকাশাধীন রয়েছে। বিটা টেস্টিং শেষ হওয়ার পরে, সংস্থাটি সবার জন্য এই ফিচারের স্টেবল ভার্সন রোল আউট করবে।
চ্যাট লিস্টের জন্য নতুন ফিচার এসেছে
হোয়াটসঅ্যাপ তাদের বিটা ব্যবহারকারীদের জন্য আরও একটি নতুন ফিচার নিয়ে এসেছে। নতুন এই ফিচারের মাধ্যমে চ্যাট লিস্ট ফিল্টার সবসময় দৃশ্যমান থাকবে। অ্যান্ড্রয়েড 2.25.4.12 হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনে এই নতুন ফিচারটি খুঁজে পাওয়া গেছে। বর্তমানে ফিল্টারগুলি দেখতে ব্যবহারকারীদের চ্যাট লিস্ট সামান্য স্ক্রোল করতে হয়।