WhatsApp: নিখরচায় হবে ইন্টারন্যাশনাল কল, এবার ডিফল্ট কলিং অ্যাপ হিসাবে কাজ করবে WhatsApp

WhatsApp ভারতীয় ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলির একটি। ব্যবহারকারীদের সুবিধার জন্য মেটা মালিকানাধীন প্ল্যাটফর্মটি নিয়মিত আপডেট আনে। সম্প্রতি সংস্থাটি একটি নতুন ফিচার রোল আডট করতে শুরু করেছে। এই ফিচারটি বিশেষ করে iPhone ব্যবহারকারীর জন্য এসেছে। এই ফিচারে WhatsApp আপনার ডিফল্ট কলিং অ্যাপ হিসাবে কাজ করবে। এই নতুন ফিচারটি ইনস্টল করার পরে সরাসরি মোবাইল নম্বর ডায়াল করে WhatsApp ব্যবহারকারীদের কল করা যাবে।

WhatsApp কে ডিফল্ট কলিং অ্যাপ বানানোর সুবিধা

ফাস্ট কল করুন: এখন প্রতিবার WhatsApp খুলতে হবে না, সরাসরি ডায়ালার থেকেই কল করা সম্ভব।

আন্তর্জাতিক কল করার সুবিধা: WhatsApp কলগুলো মোবাইল নেটওয়ার্কের পরিবর্তে ইন্টারনেটের মাধ্যমে হয়ে থাকে, ফলে নিখরচায় আন্তর্জাতিক কল করা যাবে।

ইন্টারফেস একরকম: iOS এবং WhatsApp-এর ইন্টারফেস এখন আরও বেশি একত্রিত মনে হবে, যার ফলে ব্যবহারকারীরা দুর্দান্ত অভিজ্ঞতা পাবেন।

কীভাবে WhatsApp-কে iPhone-এ ডিফল্ট কলিং অ্যাপ হিসেবে সেট করবেন?

ধাপ ১: আপনার iOS ডিভাইসের সেটিংস অ্যাপ খুলুন, নিশ্চিত করুন যে WhatsApp এর লেটেস্ট ভার্সন ব্যবহার করছেন। এই ফিচারটি 25.10.72 ভার্সনে আছে।

ধাপ ২: সেটিংস থেকে “অ্যাপস”-এ যান। “অ্যাপস” এর ভেতরে, “ডিফল্ট অ্যাপস” খুলুন। এবার “ডিফল্ট অ্যাপস” সেকশনে, “কলিং” দেখুন।

ধাপ ৩: “কলিং” সেকশনের ভিতরে, WhatsApp-কে আপনার ডিফল্ট কলিং অ্যাপ হিসেবে নির্বাচন করুন। এরপর একটি মেসেজ দেখতে পাবেন যেখানে বলা হবে যে এখন WhatsApp-কে কল করার জন্য ব্যবহার করা হবে।