মুখ্য সংবাদ

একটা স্মার্টফোনের দামেই Royal Enfield Classic কেনা সম্ভব, এই স্কিম জানেন তো?

Published on:

you-can-buy-royal-enfield-classic-350-for-rs-22000-find-out-now

বহু মধ্যবিত্ত বাইক-প্রেমীদের স্বপ্ন Royal Enfield। এই মুহূর্তে কোম্পানির সবথেকে বেশি বিক্রি হওয়া জনপ্রিয় মডেল হল Classic 350। এতে কোনো সন্দেহ নেই যে, সাম্প্রতিক কালে তরুণ প্রজন্মের মধ্যে রয়্যাল এনফিল্ড ক্রুজার বাইকগুলি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। আপনি যদি Royal Enfield Classic 350 কেনার কথা ভাবছেন, কিন্তু বাজেট কম থাকার কারণে কেনা যাবে কিনা ভেবে উঠতে পারছেন না। তাহলে চিন্তার কোনও কারণ নেই। মাত্র ২২,০০০ টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি এই ক্রুজার বাইকটি বাড়ি আনতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

দেশে বিভিন্ন কোম্পানি ক্রুজার বাইক থাকলেও, রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ তার অসাধারণ জনপ্রিয়তার জন্য আলাদা পরিচয় বহন করে। এই মডেলটি তার শক্তিশালী ইঞ্জিন, ক্রুজার ডিজাইন এবং আধুনিক বৈশিষ্ট্যের জন্য বাজারে সুপরিচিত। এই বাইকের এক্স-শোরুম দাম শুরু ১.৭৫ লাখ টাকা থেকে।

২২ হাজার টাকায় কি কেনা সম্ভব?

অনলাইন ইএমআই ক্যালকুলেটর বলছে, বাইকটি কিনতে আপনাকে মাত্র ২২,০০০ টাকা ডাউন পেমেন্ট করতে হবে। পরবর্তীতে, আপনি ৯.৭% সুদের হারে তিন বছরের জন্য ব্যাংক থেকে ঋণ পেতে পারেন। এই ঋণ পরিশোধ করতে, আপনাকে আগামী ৩৬ মাসের জন্য ৬,৪৫৫ টাকা মাসিক কিস্তি জমা করতে হবে।

রয়্যাল এনফিল্ড ক্লাসিকের স্পেসিফিকেশন

পারফরম্যান্সের ক্ষেত্রে একগুচ্ছ বৈশিষ্ট্য রয়েছে বাইকে। যার মধ্যে একটি ডিজিটাল স্পিডোমিটার এবং একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। বাইকে উপস্থিত ৩৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড-কুলড ইঞ্জিন, যা সর্বোচ্চ ২০.৪ পিএস শক্তি এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। বাইকের মাইলেজ ৩৫-৪০ কিলোমিটার প্রতি লিটার।