ভারতে Lava Blaze-এর প্রি-অর্ডারের প্রক্রিয়া শুরু হবে আজ থেকেই

ভারতীয় স্মার্টফোন প্রস্তুতকারক লাভা (Lava) তাদের একটি নতুন সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেট বাজারে আনার পরিকল্পনা করছে বলে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। সেইমতো এবার কোম্পানি ঘোষণা করেছে যে, Lava Blaze নাম সহ আপকামিং ডিভাইসটি আজ (৭ জুলাই) থেকে ভারতে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ হবে। যদিও, লাভার তরফে এই ফোনটির সম্পর্কে আর কোনও বিবরণ প্রকাশ করা হয়নি, তবে সংস্থা জানিয়েছে যে, গ্রাহকরা প্রি-অর্ডারের সাথে বিশেষ অফার পাবেন। এছাড়াও, সংস্থার শেয়ার করা Lava Blaze-এর ছবি থেকে জানা গেছে যে, এই আসন্ন হ্যান্ডসেটটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অবস্থান করবে, যার মধ্যে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর অন্তর্ভুক্ত থাকবে। প্রসঙ্গত, কিছুদিন আগে সূত্র মারফৎ জানা গিয়েছিল যে, Lava Blaze একটি Unisoc প্রসেসর দ্বারা চালিত হবে।

ভারতে Lava Blaze-এর প্রি-অর্ডারের প্রক্রিয়া শুরু হবে আজ থেকেই

লাভার পক্ষ থেকে টুইট করে ঘোষণা করা হয়েছে যে, এদেশে তাদের লেটেস্ট স্মার্টফোন লাভা ব্লেজ-এর প্রি-অর্ডার প্রক্রিয়াটি আজ অর্থাৎ ৭ জুলাই রাত ১২ টা থেকে শুরু হবে। কোম্পানি এর আগে টুইটারে নিশ্চিত করেছিল যে, এই নয়া লাভা ফোনটিকে ৭ জুলাই “টাইম টু শাইন। টাইম ফর ব্লেজ।” ট্যাগলাইনটির সাথে লঞ্চ করা হবে। একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ভারতের বাজারে এই ডিভাইসটির দাম প্রায় ১০,০০০ টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

এর পাশাপাশি, লাভা বিভিন্ন কালার অপশনের সাথে লাভা ব্লেজ-এর একটি ছবিও শেয়ার করেছে। আগ্রহী ক্রেতারা ফোনটিকে গ্রীন, ব্ল্যাক, রেড এবং ব্লু-এই চারটি কালার অপশনে বেছে নিতে পারবেন। এদিকে রেন্ডার অনুযায়ী, লাভা ব্লেজ মডেলের ব্যাক প্যানেলে ১৩ মেগাপিক্সেল এআই (AI) লেন্স সহ ট্রিপল ক্যামেরা সেটআপ অবস্থান করবে এবং ক্যামেরা মডিউলের নীচে ফোনের মধ্যবর্তী স্থানে একটি ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার মাউন্ট করা থাকবে। কোম্পানি লাভা ব্লেজের প্রি-অর্ডারের সাথে গ্রাহকদের একটি বিশেষ অফার দেবে বলেও জানিয়েছে।

প্রসঙ্গত, লাভার অফিসিয়াল ওয়েবসাইটেও উল্লিখিত চারটি কালার ভ্যারিয়েন্ট সহ Lava Blaze ফোনের প্রি-বুকিং চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে, যদিও সাইটে এর মাইক্রোসাইটটি এখনও দৃশ্যমান নয়। আসন্ন Blaze ফোনটি একটি ইউনিসক চিপসেট দ্বারা চালিত হবে বলে জানা গেছে। লাভা আগেই ঘোষণা করেছিল যে, তারা Blaze ব্র্যান্ডিং সহ একটি স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে, যার দাম থাকবে ১০,০০০ টাকার মধ্যে এবং এটি ইউনিসক প্রসেসরের সাথে আসবে৷ যদিও লাভা এখনও ভারতে আসন্ন Lava Blaze-এর স্পেসিফিকেশন এবং দাম নিশ্চিত করেনি।