ব্যাক প্যানেল খুলে বদলানো যাবে, ৪ হাজার টাকা দাম কমলো ইউনিক ডিজাইনের CMF Phone 1-এর‌

বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনের চাহিদা দিন দিন বাড়ছে। সেই চাহিদার কথা মাথায় রেখে, মার্কিন প্রযুক্তি ব্র্যান্ড Nothing এর সহযোগী সংস্থা CMF শীঘ্রই বাজারে আনতে চলেছে CMF Phone 2 Pro। তবে এই খবর সামনে আসার পরই ই-কমার্স সাইটে আগের মডেল CMF Phone 1-এর‌ দাম কমানো হয়েছে, যার ফলে এটি এখন আরও সহজলভ্য হয়েছে সাধারণ ক্রেতাদের জন্য।

এই ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ এর ব্যাক প্যানেল, যেটা আলাদা করা যায়। ব্যবহারকারী চাইলে স্ক্রু খুলে এতে অতিরিক্ত অ্যাক্সেসরিজ সংযুক্ত করতে পারেন, যা একে শুধু একটি কমিউনিকেশন ডিভাইস না রেখে, একটি পার্সোনালাইজড গ্যাজেট করে তোলে। বাজারে ফোনটি পাওয়া যাচ্ছে ব্ল্যাক, ব্লু, লাইট গ্রিন এবং অরেঞ্জ—এই চারটি রঙে।

CMF Phone 1 এর দাম ও অফার

ফ্লিপকার্টে সিএমএফ ফোন ১ এর দাম এখন মাত্র ১৫,৯৯৯ টাকা, যা আগে ছিল ১৯,৯৯৯ টাকা। অর্থাৎ ৪,০০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ২৭০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া সম্ভব এবং HDFC ও Axis Bank কার্ডে ২০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলছে। আর পুরনো ফোন এক্সচেঞ্জ করেও পাওয়া যাচ্ছে অতিরিক্ত ছাড়, যার পরিমাণ নির্ভর করবে পুরনো ডিভাইসটির অবস্থা ও মডেলের ওপর।

CMF Phone 1 এর স্পেসিফিকেশন

ফোনটির স্পেসিফিকেশনও যথেষ্ট আকর্ষণীয়। এতে রয়েছে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০০০ নিটস পিক ব্রাইটনেস অফার করে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ চিপসেটে চলে। ক্যামেরার কথা বললে, এই স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ২ মেডিকেল ডেপথ সেন্সর পাওয়া যাবে।

সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে আছে ৫০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। হ্যান্ডসেটটি IP52 রেটিং প্রাপ্ত, অর্থাৎ এটি জল ও ধুলো থেকে সুরক্ষা দেয়।