Pakistan Cricket: কেড়ে নেওয়া হয়েছিল নেতৃত্বের দায়িত্ব, এবার আফ্রিদি ফ্লপ খেতেই বিশ্বকাপে আবার অধিনায়ক বাবর

ফের পাকিস্তান দলের অধিনায়ক বদলের সাক্ষী থাকতে চলেছে ক্রিকেটবিশ্ব। টি-২০ বিশ্বকাপের সামনে শাহীন শাহ আফ্রিদির অধিনায়কত্বের উপর বিশ্বাস হারিয়েছে পিসিবি

চলতি বছরের জুন মাসে রয়েছে আইসিসি টি-২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2024)। যা অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। তার আগেই এক বড় বদল দেখতে চলেছি পাকিস্তান ক্রিকেট দলে। এমনিতেই কয়েকদিন আগেই অবসর ভেঙ্গে টি-২০ বিশ্বকাপের আগে ফিরতে দেখা গেছে ইমাদ ওয়াশিম এবং মোহাম্মদ আমিরকে। এবার ফের পাকিস্তান দলের অধিনায়ক বদলের সাক্ষী থাকতে চলেছে ক্রিকেটবিশ্ব।

গতবছর ভারতের মাটিতে বিশ্বকাপে খুব একটা ভালো জায়গায় শেষ না করায় তিন ফরম্যাট থেকেই অধিনায়ক পদ হিসাবে সরিয়ে দেওয়া হয়েছিল বাবর আজমকে (Babar Azam)। তখন বাবরের থেকে অধিনায়কত্বের দায় ভার কেড়ে নিয়ে টি-২০ ফরম্যাটে সেই দায় ভার তুলে দেওয়া হয়েছিল শাহীন শাহ আফ্রিদির (Shaheen Shah Afridi) উপর। অন্যদিকে টেস্ট ফরম্যাটে অধিনায়কত্ব দেওয়া হয়েছে শান মাসুদকে।

তবে বিগত কিছু মাসে শাহীন শাহ আফ্রিদির অধিনায়কত্ব সেরকম কারোর নজর কাড়তে পারেনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে শুরু করে পাকিস্তান সুপার লিগে সব জায়গাতেই অধিনায়ক হিসাবে ব্যর্থ হন তিনি। তাই খুব কম সময়ের মধ্যেই তার উপর আস্থা হারিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। সেই কারণেই বর্তমান পরিস্থিতিতে তথা টি-২০ বিশ্বকাপের কথা বিচার করে ফের বাবর আজমের হাতে অধিনায়কত্ব তুলে দিতে চায় পিসিবি।

বর্তমানে এক বিশেষ সূত্র থেকে জানা গেছে, “চেয়ারম্যান পদের পরিবর্তনের সাথে সাথে শান মাসুদ এবং শাহীন শাহ আফ্রিদির টেস্ট এবং টি-২০ ফরম্যাটের অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছিল। এখন তারা জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতার উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে।” সেই দিক থেকে চিন্তা করে বর্তমানে তাদের কাছে বাবর আজম ছাড়া আর কোনো সেরা বিকল্প নেই। তাই তাকেই টি-২০ বিশ্বকাপের সামনে অধিনায়ক হিসাবে দেখছে পিসিবি।