রানাকে LSG-তে আনতে চেয়েছিলেন, নিজেই এসে পড়লেন KKR-এ, কত টাকার অফার দিয়েছিলেন গম্ভীরকে শাহরুখ?

আবারও ৭ বছর পর ঘরে ফিরেছে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) সর্বকালের সেরা অধিনায়ক গৌতম গম্ভীর (Gautam Gambhir)। গতকাল মহানগরীতে পা রেখেছেন তিনি। মেন্টর…

আবারও ৭ বছর পর ঘরে ফিরেছে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) সর্বকালের সেরা অধিনায়ক গৌতম গম্ভীর (Gautam Gambhir)। গতকাল মহানগরীতে পা রেখেছেন তিনি। মেন্টর হিসাবে বেগুনি-সোনালি শিবিরে ফিরতে না ফিরতেই একের পর এক বিষয়ের আলোকপাত করছেন গম্ভীর। কেকেআর ফ্র‍্যাঞ্চাইজি এবং কেকেআর দলের তারকারা তার কাছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ, সবকিছুর এক এক করে পর্দা টেনে আনছেন তিনি।

সম্প্রতি একটি খবর থেকে জানা গেছে, গৌতম গম্ভীর কেকেআরে মেন্টর পদে আসার আগে কেকেআর দলের সহ-অধিনায়ক নিতীশ রানাকে (Nitish Rana) লখনউ সুপার জায়েন্টসে নিয়ে আসতে চেয়েছিলেন। কিন্তু তার আগেই কেকেআরের ভক্তদের গম্ভীরের প্রতি পুরোনো ভালোবাসা গম্ভীরকে পুনরায় কেকেআরে আনতে বাধ্য করেছে। কেকেআর ভক্তদের ভালোবাসা এবং কেকেআর ম্যানেজমেন্টের প্রস্তাব ফেলতে পারেননি গম্ভীর।

৭ বছর কেকেআরের সাথে কোনোরকম যোগাযোগ না থাকলেও, আসলে গম্ভীর যে মনে প্রাণে নাইট, সেটা আরও এক জায়গাতে তিনি প্রমাণ দিয়েছেন। সম্প্রতি একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে কেকেআরের মালিক শাহারুখ খান (Shah Rukh Khan) গম্ভীরকে কেকেআরে আসার জন্য একটি ফাঁকা চেক তথা টাকার অঙ্ক ছাড়ায় চেক অফার করেছিলেন। আর তাতেই লখনউ সুপার জায়েন্টসের মেন্টর পদ ছেড়ে কেকেআরের মেন্টর পদে যোগদান করেন গম্ভীর।

গম্ভীরের এই সিদ্ধান্ত তার কেকেআরের প্রতি অটুট ভালোবাসা এবং সহানুভূতির পরিচয় দেয়। তিনি যে কেকেআরের প্রতি কতটা সদয়, তার এই আনুগত্যতা সবকিছুর পরিচয় দেয়। এছাড়া কেকেআর ক্যাম্পে গম্ভীর যোগ দেওয়া মাত্রই ক্রিকেটারদের প্রস্তুতির দিকে নজর দিতে শুরু করে দিয়েছেন তিনি। গম্ভীর আসাতে কেকেআর ভক্তরা আবারও একবার শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন।