HomeSportFA Cup Final Man Utd Win: ম্যানচেস্টার সিটিকে হারিয়ে কাপ জিতলো ম্যানচেস্টার ইউনাইটেড

FA Cup Final Man Utd Win: ম্যানচেস্টার সিটিকে হারিয়ে কাপ জিতলো ম্যানচেস্টার ইউনাইটেড

FA Cup Final Man City Vs Man Utd: শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত বছরও একই ব্যবধানে ফাইনালে সিটির কাছে হারের মধুর প্রতিশোধ নিল ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ের ফলে আগামী মরসুমের ইউরোপা লিগে (UEFA Europa League) জায়গা করে নিল ইউনাইটেড। ৩০ মিনিটে সিটি ডিফেন্ডার জসকো গার্দিওল ও গোলরক্ষক স্টেফান ওর্তেগার ভুলের সুযোগ কাজে লাগিয়ে ইউনাইটেডের খাতা খোলেন আলেজান্দ্রো গারনাচো। এরপর ৩৯ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করেন কোবে মাইনু। ৮৭ মিনিটে বদলি খেলোয়াড় জেরেমি ডকুর গোলে সিটি ম্যাচে ফিরলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।

English FA Cup জয়ের পরও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচকে বরখাস্ত করা হয়েছে

ইংলিশ প্রিমিয়ার লিগে বাজে পারফরম্যান্সের পর নেদারল্যান্ডসের কোচ এরিক টেন হাগকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এফএ কাপ ফাইনালের আগে এই সিদ্ধান্ত নিয়েছিল ক্লাবটি। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড তাদের মরসুম শেষ করেছে অষ্টম স্থানে।

৩৮ ম্যাচের ১৮টিতে জিতেছে তারা, ড্র করেছে ৬টিতে, হেরেছে ১৪টিতে। পুরো মরসুমে ৬০ পয়েন্ট পেয়েছে ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে সেরা চারে না থাকায় আগামী মরসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে না ম্যানচেস্টার ইউনাইটেড।

টানা চতুর্থবারের মতো লিগ জিতল সিটি

পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি গত চার বছরে চারবার ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে। এবারও আর্সেনালকে ২ পয়েন্টে পিছিয়ে রেখে লিগ জিতেছে সিটি। ৩৮ ম্যাচে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৯১, আর আর্সেনালের পয়েন্ট ৮৯।

RELATED ARTICLES

আরও পড়ুন