WPL 2024: বাংলার সাইকার হাত ধরে বড় জয় মুম্বাইয়ের, ইউপিকে হারিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে হরমনপ্রীতরা

Avatar

Published on:

Mumbai Indians women beat UP Warriorz by 42 runs wpl 2024 Saika Ishaque shines with the ball

আজ আবারও একবার জয়ের মুখ দেখলো মুম্বাই ইন্ডিয়ান্স মহিলা দল (Mumbai Indians Women)। আজ ইউপি ওয়ারিয়র্জকে (UP Warriorz) ৪২ রানের বড় মার্জিনে হারিয়ে এবার মহিলা প্রিমিয়ার লিগের (WPL 2024) চতুর্থ জয় সংগ্রহ করলো মুম্বাই ইন্ডিয়ান্স। এই জয়ের পাশাপাশি ৮ পয়েন্টের সাথে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল হরমনপ্রীতের দল।

আজ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬০ রান স্কোরবোর্ডে তোলে মুম্বাই ইন্ডিয়ান্স। নাট শিভার-ব্রান্টের (Nat Sciver-Brunt) ৪৫ রান এবং হরমনপ্রীতের ৩৩ রান, এছাড়া অ্যামিলিয়া কেরের (Amelia Kerr) ৩৯ রানের ইনিংসে ওই স্কোরে পৌঁছায় মুম্বাই।

ইউপিকে এই ম্যাচ জেতার জন্য প্রয়োজন ছিল ২০ ওভারে ১৬১ রান। যা তাড়া করতে ওপেনে এসে খুব একটা ভালো শুরু করতে পারেননি ইউপির অধিনায়ক অ্যালিসা হিলি (Alyssa Healy) এবং কিরণ নাভগিরে (Kiran Navgire)। এরপর চামারি আথাপাত্থুর (Chamari Athapaththu) এবং গ্রেস হ্যারিসও (Grace Harris) ব্যাট করতে এসে ব্যর্থ হন।

পরবর্তী ব্যাটসম্যান হিসাবে দীপ্তি শর্মা (Deepti Sharma) ৩৬ বলে ৫৩ রান করলেও, বাকিরা তাকে সেভাবে সহযোগিতা না করতে পারায় ম্যাচটি হারতে হয় ইউপিকে। শ্বেতা সাহরাওয়াত (Shweta Saharawat) ১৭ রান করলেও, সেরকম কিছু করতে পারেননি। ম্যাচটি ৪২ রানের বড় মার্জিনে মুম্বাইয়ের কাছে হারতে হয় ইউপি ওয়ারিয়র্জকে। আজ বল হাতে ৩ টি উইকেট নেন সাইকা ঈশাক (Saika Ishaque)।

মুম্বাই ইন্ডিয়ান্স মহিলা বনাম ইউপি ওয়ারিয়র্জ ম্যাচের স্কোরকার্ড (Mumbai Indians Women vs UP Warriorz Match Scorecard):

মুম্বাই ইন্ডিয়ান্স মহিলা: ১৬০/৬ (২০ ওভার)

ইউপি ওয়ারিয়র্জ: ১১৮/৮ (২০ ওভার)

ম্যাচটি মুম্বাই ইন্ডিয়ান্স মহিলারা ৪২ রানে জয়লাভ করেছে।

সঙ্গে থাকুন ➥