HomeSportMI vs RR: হার্দিক ফিরতেই অবস্থা কাহিল MI-এর, ঘরের মাঠেই তাদের হারিয়ে...

MI vs RR: হার্দিক ফিরতেই অবস্থা কাহিল MI-এর, ঘরের মাঠেই তাদের হারিয়ে টেবিল টপার রাজস্থান

আজও ফের হারের শিকার হল মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। আজ মুম্বাইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালস (Mumbai Indians vs Rajasthan Royals)। কিন্তু এই ম্যাচেও রাজস্থান রয়্যালসের কাছে ৬ উইকেটে হারের সম্মুখীন হল তারা। অন্যদিকে এই জয়ের সাথেই তিনটি ম্যাচে তিনটিতে জয়লাভ করে পয়েন্ট তালিকায় প্রথমে পৌঁছে গেল রাজস্থান রয়্যালস।

আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল রাজস্থান রয়্যালস। প্রথমে বল করে মুম্বাই ইন্ডিয়ান্সকে অল্প রানে আটকে দেওয়াটা ছিল রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনের পরিকল্পনা। ঠিক সেইরকমই প্রথমে বল করতে নেমে মাত্র ১২৫ রানে মুম্বাইকে আটকে দেয় তারা। যার মধ্যে তিলক বর্মার ৩২ রান এবং অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ৩৪ রানের দৌলতে তাও ওই স্কোরে পৌঁছায় মুম্বাই। অন্যদিকে বল হাতে ট্রেন্ট বোল্ট এবং যুজবেন্দ্র চাহালের শিকার ৩ টি করে উইকেট। এছাড়া নান্দ্রে বার্গারও ২ উইকেট শিকার করেন।

RELATED ARTICLES

Most Popular