ধোনি-কোহলিরা করতে পারেনি, সেই অসাধ্য সাধন করলেন অধিনায়ক রোহিত, ভাঙলেন ১১২ বছর পুরনো রেকর্ড

Avatar

Published on:

Rohit Sharma Record as a Test Captain

ভারতীয় ক্রিকেটে একাধিক মহান খেলোয়াড় অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। তবে সাম্প্রতিক সময় রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ভারতীয় দল যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। গত বছর একদিনের বিশ্বকাপে (World Cup 2023) ব্লু ব্রিগেডরা চ্যাম্পিয়ন হতে না পারলেও হিটম্যানের অধিনায়কত্ব নিয়ে সেইভাবে কেউ কথা বলার সুযোগ পায়নি। এবার ইংল্যান্ডের (India vs England Series) বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজেও রোহিত শর্মা অধিনায়ক হিসাবে অনন্য রেকর্ড তৈরি করলেন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) নতুন চক্রে ভারত বনাম ইংল্যান্ডের ৫ ম্যাচের টেস্ট সিরিজ দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ ছিল। তবে তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি (Virat Kohli) ব্যক্তিগত কারণে এবং কেএল রাহুল (KL Rahul) চোটের কারণে দলের বাইরে চলে যাওয়ায় ব্লু ব্রিগেডরা চাপের মুখে পড়েছিল। সিরিজের প্রথম ম্যাচে তারা হায়দ্রাবাদে হারের সম্মুখীন হয়। তবে এরপর রোহিত শর্মা তরুণ ক্রিকেটারদের সঙ্গে নিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করেন।

এই সিরিজে সরফরাজ খান (Sarfaraz Khan), ধ্রুব জুরেলের (Dhruv Jurel) মতো ক্রিকেটার অভিষেক করেই রীতিমতো আলোচনায় উঠে এসেছেন। এছাড়াও রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin), রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) মতো ক্রিকেটারের অভিজ্ঞতা ভারতকে একের পর এক জয় এনে দিতে সাহায্য করেছে। আজ ধর্মশালায় ইংল্যান্ড বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে জয় তুলে নিয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ইতিহাস তৈরি করলেন।

তিনি ক্রিকেট ইতিহাসের ১১২ বছরের মধ্যে একমাত্র অধিনায়ক যিনি আন্তর্জাতিক দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে প্রথম ম্যাচে হেরে গিয়েও পরপর ৪ টেস্ট ম্যাচে জয় তুলে নিয়েছেন। এর সঙ্গেই রোহিতের নেতৃত্বের প্রসংশায় এখন ক্রিকেট বিশেষজ্ঞরা মেতে উঠেছেন। উল্লেখ্য সিরিজের পঞ্চম ম্যাচে ভারতীয় দল মাত্র ৩ দিনে ১ ইনিংস এবং ৬৪ রানে জয় তুলে নিয়ে সকলকে মুগ্ধ করেছে। ধারাবাহিকভাবে অসাধারণ পারফরমেন্স করার জন্য যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) সিরিজের সেরা নির্বাচিত হয়েছেন।

সঙ্গে থাকুন ➥