Categories: Sport

তিনজন পেসার, যারা ভবিষ্যতে জিমি অ্যান্ডারসনের মত ৭০০ টেস্ট উইকেটের মালিক হতে পারেন

টেস্ট ক্রিকেটে (Test Cricket) ৭০০ উইকেট নেওয়া যে কোনো বোলারের স্বপ্ন হয়ে থাকে। এখনো পর্যন্ত বিশ্বক্রিকেটে তিনজন বোলার ওই পর্যায়ে গেছেন। মুথিয়া মুরালিথরন (Muttiah Muralitharan) এবং শেন ওয়ার্ন (Shane Warne) অনেকদিন আগেই এই মাইলফলক স্পর্শ করেছিলেন। কিন্তু ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন (James Anderson) কিছুদিন আগেই ভারতের বিরুদ্ধে পঞ্চম টেস্টে ৭০০ তম উইকেট নিয়ে এই এলিট ক্লাবে নিজের নাম অন্তর্ভুক্ত করেন। যাই হোক, এমন কিছু তারকা পেসার বিশ্বক্রিকেটে রয়েছেন, যারা ভবিষ্যতে টেস্ট ক্রিকেটে ৭০০ উইকেট নিয়ে অ্যান্ডারসনের রেকর্ড ভাঙ্গতে পারেন। দেখে নিন, এমন তিনজন সম্ভাব্য পেসারের নাম।

১. জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah):

এই তালিকায় প্রথমেই নাম আসছে অভিজ্ঞ ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ-র। তার নিঁখুত ইয়ার্কার এবং ব্যাটারদের বিধ্বস্ত করা বোলিং এখনো পর্যন্ত অনেককেই পরাস্ত করেছে। তাছাড়া তিনি ভারতের জন্য সবচেয়ে বড় ম্যাচ জয়ী বোলার। বর্তমানে বুমরাহ-র টেস্ট উইকেটের সংখ্যা ১৫৯ টি। মাত্র ৩৬ টি টেস্ট ম্যাচ খেলেই এতটা পথ অতিক্রম করেছেন এই ৩০ বছর বয়সী তারকা।

২. প্যাট কামিন্স (Pat Cummins):

তালিকাতে রয়েছেন সম্প্রতি অজি অধিনায়কও। তিনিও লাল বলের দুর্দান্ত একজন বোলার। গতি এবং টেস্ট ক্রিকেট ধারালো বাউন্সারের জন্য পরিচিত এই অজি পেসার৷ যদি তিনি সাদা বলের ক্রিকেট ছেড়ে দিয়ে লাল বলে ফোকাস করেন, তাহলে অনায়াসে ৭০০ উইকেট ছাপিয়ে যেতে পারেন তিনি। বর্তমানে তার উইকেট সংখ্যা ৬২ টেস্ট ম্যাচ খেলে ২৬৯ টি।

৩. টিম সাউদি (Tim Southee):

সম্প্রতি কিউয়ি অধিনায়কের নামও রয়েছে এই সম্ভাব্য তালিকায়। তিনি বর্তমানে টি-২০ লিগগুলিতে খুব একটা ভালো পারফরমেন্স না করতে পারলেও, লাল বলের ক্রিকেটে তিনি নিঃসন্দেহে সেরা বোলার। যদি তিনিও সাদা বলের ক্রিকেট ছেড়ে লাল বলে ফোকাস করেন, তাহলে টেস্ট ক্রিকেটে ৭০০ উইকেট সংগ্রাহক হতে পারেন তিনি। বর্তমানে ১০০ টি টেস্ট ম্যাচ খেলে ৩৭৯ টি উইকেটের মালিক এই ৩৫ বছরের তারকা।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

29 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

35 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

44 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

55 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago