20 জিবি র‍্যাম ও 8,000mah ব্যাটারি নিয়ে লঞ্চ হল Teclast T50 Max ট্যাবলেট

বাজারে এল নতুন ট্যাবলেট। টেকলাস্ট নামে এক সংস্থা টি৫০ ম্যাক্স মডেলের ট্যাব লঞ্চ করেছে। ট্যাবটির বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে ১৯২০x১২০০ পিক্সেল রেজোলিউশনের ১১ ইঞ্চি ডিসপ্লে,…

বাজারে এল নতুন ট্যাবলেট। টেকলাস্ট নামে এক সংস্থা টি৫০ ম্যাক্স মডেলের ট্যাব লঞ্চ করেছে। ট্যাবটির বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে ১৯২০x১২০০ পিক্সেল রেজোলিউশনের ১১ ইঞ্চি ডিসপ্লে, যা ৯০ হার্টজের স্মুদ রিফ্রেশ রেট অফার করবে। এছাড়া ভিভিড পিকচারের জন্য টি-কালার ৪.০ কালার অপ্টিমাইজেন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। আবার ব্লু লাইট প্রোটেকশন থাকার ফলে চোখের উপর চাপ কমবে।

টেকলাস্টের নতুন ট্যাবলেটে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর ব্যবহার করা হয়েছে। যা স্মার্টফোনেও খুব জনপ্রিয়। এটি ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইউএফএস স্টোরেজ কনফিগারেশনে এসেছে। তবে র‍্যাম অতিরিক্ত ১২ জিবি ভার্চুয়ালি বাড়ানো যাবে। ১ টেরাবাইট মেমরি কার্ডের সাপোর্ট রেখেছে সংস্থা।

টেকলাস্ট টি৫০ ম্যাক্স ফোর-জি এলটিই কানেক্টিভিটি অফার করে। অর্থাৎ সিম ভরা যাবে। ট্যাবে ৮,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এটি ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট করে। ফুল চার্জে ১০ ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে। ট্যাবটি ৭.৮ মিমি পাতলা ও ওজন ৫২০ গ্রাম।

ট্যাবের পিছনে ১৩ মেগাপিক্সেল ও সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা মিলবে। সাউন্ডের জন্য রয়েছে ফোর স্পিকার সিস্টেম। অপারেটিং সিস্টেম হিসাবে থাকছে অ্যান্ড্রয়েড ১৪। উল্লেখ্য, সংস্থার তরফে এখনও ট্যাবলেটের দাম বা লভ্যতা সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। তবে দাম শীঘ্রই ঘোষণা হবে বলে আশা করা যায়।