2025 সাল পর্যন্ত অপেক্ষা নয়! আগামী বছরেই ইলেকট্রিক বাইক লঞ্চ করবে রয়্যাল এনফিল্ড

বর্তমানে ইলেকট্রিক টু-হুইলারের রমরমা বাজারে প্রায় সকল সংস্থাই বৈদ্যুতিক ভার্সনে বাইক ও স্কুটার লঞ্চ করছে। যারা এখনও পর্যন্ত করে উঠতে পারেনি, সেই সকল সংস্থাও এই জাতীয় মডেল লঞ্চের ইচ্ছা প্রকাশ করছে। এবারে যেমন বিখ্যাত রেট্রো বাইক নির্মাতা রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর খবর সামনে এলো। আগামী বছর তারা বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চ করতে পারে। সূত্রের খবর, নতুন কারখানা গড়ে তোলার লক্ষ্যে চেন্নাইয়ে উপকন্ঠে ৬০ একর জমি অধিগ্রহণ করেছে তারা। আগামী কয়েক বছরের মধ্যেই ১,০০০-১,৫০০ টাকা বিনিয়োগ করার পরিকল্পনা আছে। চূড়ান্ত উৎপাদনের সক্ষমতার উপর নির্ভর করে লগ্নি করা হবে।

Royal Enfield ২০২৪-এ ইলেকট্রিক মোটরসাইকেল আনছে

মোটরসাইকেলটির প্রোটোটাই ভার্সন চলতি অর্থবর্ষেই উন্মোচিত হবে যেখানে এর চূড়ান্ত মডেলটি ২০২৪-এ লঞ্চ হবে বলে জানা গেছে। তামিলনাড়ুর নতুন কারখানাটি রয়্যাল এনফিল্ডের পেট্রল মডেলের উৎপাদন তালুক হিসেবে ব্যবহৃত হবে। যেখানে Super Meteor 650, আপডেটেড Interceptor 650 ও Continental GT 650 বাইকগুলি তৈরি হবে।

চেন্নাইয়ের ওরাগাদম এবং ভাল্লাম ভাদাকালের কারখানায় বর্তমানে বছরে ১০ লক্ষের বেশি মোটরসাইকেল তৈরি হয়। আগামী কয়েক বছরে চাহিদা বৃদ্ধি ঘটলে তা জোগান দেওয়ার সক্ষমতা রয়েছে কারখানা দুটির। ভাল্লাম ভাদাকালের কারখানার একটি আলাদা অংশে ইলেকট্রিক বাইক তৈরি করা হবে বলে অনুমান করা হচ্ছে।

Royal Enfield নতুন ‘L’প্ল্যাটফর্ম তৈরি করবে

রয়েল এনফিল্ডের ইলেকট্রিক বাইক সম্পূর্ণ নতুন ‘L’প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে আসবে। যা স্পেনের ইলেকট্রিক টু-হুইলার নির্মাতা স্টার্ক ফিউচার এসএল (Stark Future SL)-এর সাথে যৌথভাবে তৈরি করবে দেশীয় সংস্থাটি। এদিকে, রয়াল এনফিল্ডের মালিক সংস্থা আইশার মোটরস ২০২২-এর শেষের দিকে স্টার্ক ফিউচার এসএল-এ কৌশলগত বিনিয়োগ করেছিল। দীর্ঘ অংশীদারিত্বের আওতায় উভয় কোম্পানির বাইকটির গবেষণা ও উন্নয়ন, নির্মাণ এবং কারিগরি ক্ষেত্রে যৌথভাবে কাজ করার চুক্তি স্বাক্ষরিত হয়।

এখনো পর্যন্ত যদিও রয়্যাল এনফিল্ড ইলেকট্রিক বাইকের সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসেনি। এটি একটি ৯৬ ভোল্ট উচ্চ পারফরম্যান্স প্রদানকারী সিস্টেম সহ আসবে বলে রিপোর্টে দাবী করা হয়েছে। ‘L’ প্ল্যাটফর্মটি একাধিক বডি স্টাইলের মোটরসাইকেল তৈরির জন্য উপযুক্ত হিসেবে গড়ে তোলা হবে। এগুলি L1A, L1B ও L1C-এ ভাগ করা থাকবে।