হাতে আর মাত্র কয়েক ঘণ্টা, iPhone 12 mini থেকে Realme Narzo 50i কিনুন অনেক কম দামে

আজই শেষ হচ্ছে Flipkart Electronics Sale (ফ্লিপকার্ট ইলেকট্রনিক্স সেল)। হ্যাঁ, গত ২৭শে জানুয়ারি থেকে শুরু হওয়া এই বিশেষ সেলের আজ অন্তিম দিন। ফলত, যদি কেউ এই মুহূর্তে নতুন স্মার্টফোন সস্তায় কিনতে চান তাহলে আজ রাত ১১:৫৯ অবধি সময়ে নির্বাচিত হ্যান্ডসেটগুলি এক্সচেঞ্জ অফার, ফ্লিপকার্ট স্মার্ট আপগ্রেড, নো কস্ট ইএমআইসহ একাধিক সাশ্রয়ী অফারে কিনতে পারবেন। এছাড়া ক্রেতারা সিটি ব্যাংকের কার্ডে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। আসুন এখন দেখে নিই সেলে কোন ফোনে কী অফার রয়েছে।

Flipkart Electronics Sale-এ স্মার্টফোনের অফার

১. iPhone 12 mini: এই ফোনটি সেলে ৩৮,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। সাথে থাকছে ১৫,৮৫০ টাকার এক্সচেঞ্জ অফার। এছাড়া সিটি ব্যাংকের কার্ড দিয়ে ফোনটি কিনলে ১০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। আবার ফোনটি প্রতি মাসে ১,৩৩৩ টাকার ইএমআইয়ে কেনা যাবে। মিলবে Gaana Plus-এর ৬ মাসের ফ্রি সাবস্ক্রিপশনও। ফিচারের কথা বললে iPhone 12 mini ফোনটিতে ১২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ এবং ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। প্রসেসর হিসেবে এতে দেওয়া হয়েছে A14 Bionic চিপসেট।

২. Micromax In Note 2: সেলে এই ফোনটির দাম রাখা হয়েছে ১৩,৪৯৯ টাকা। এই স্মার্টফোনটিতে ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে রয়েছে, যার স্ক্রিন রিফ্রেশ রেট ৬০ হার্টজ। ফোনটিতে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর দেওয়া হয়েছে। সফ্টওয়্যার হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১১ ওএস। এছাড়াও পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি উপস্থিত। যেখানে ফটোগ্রাফির জন্য ইউজাররা ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাযুক্ত কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেখতে পাবেন।

৩. Infinix Hot 11s: এই ফোনটি কিনতে ১০,৪৯৯ টাকা ব্যয় করতে হবে, সাথে আরো অফার রয়েছে। Infinix Hot 11s স্মার্টফোনটিতে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে উপস্থিত, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং টাচ স্যাম্পলিং রেট ১৮০ হার্টজ। ফোনটি মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর দ্বারা চালিত হয়। এছাড়াও এতে রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যাকআপ। উল্লেখ্য, এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক XOS 7.6 ওএসে চলে। অন্যদিকে এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

৪. Realme Narzo 50i: Realme-র এই ফোনটি কিনতে ৭,৪৯৯ টাকা দাম পড়বে। বদলে মিলবে অক্টা কোর ইউনিসক ৯৮৬৩ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ। এতে ৮ মেগাপিক্সেল এআই ক্যামেরার সাপোর্টও পাওয়া যাবে।