Honor X9B: কম দামে আকর্ষণীয় ডিজাইন ও সুন্দর স্পেসিফিকেশন নিয়ে লঞ্চ হতে চলেছে অনর-এর নয়া স্মার্টফোন

Honor X9A গত বছর ডিসেম্বরে চীনে লঞ্চ হয়েছিল। এই ডিভাইসটি পরে বিশ্ব বাজারেও পা রাখে। বর্তমানে শোনা যাচ্ছে যে, অনর স্মার্টফোনটির উত্তরসূরি হিসাবে Honor X9B লঞ্চের পরিকল্পনা করছে। আর এখন এই অনর ফোনটি আইএমডিএ (IMDA) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়ে খুব শীঘ্রই লঞ্চের ইঙ্গিত দিচ্ছে। লিস্টিংটি থেকে আপকামিং Honor X9B সম্পর্কে কি কি তথ্য উঠে এল? চলুন জেনে নেওয়া যাক।

Honor X9B-কে দেখা গেল IMDA ডেটাবেসে

ALI-NX1 মডেল নম্বর সহ অনর এক্স৯বি ফোনটি সম্প্রতি চীনের আইএমডিএ (IMDA) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। অনলাইন লিস্টিংটি প্রকাশ করেছে যে, ডিভাইসটি ফাইভ-জি নেটওয়ার্ক সাপোর্ট করবে। তবে মডেল নম্বর এবং কানেক্টিভিটি ছাড়া, অনর এক্স৯বি-এর স্পেসিফিকেশন বা মূল্য সম্পর্কিত কোনও বিশদ বিবরণ এখনও জানা যায়নি।

জানিয়ে রাখি, অনর এক্স৯এ সাশ্রয়ী মূল্যে আকর্ষণীয় ডিজাইন সহ উপলব্ধ। সুতরাং, আশা করা যায় যে এই স্মার্টফোনের উত্তরসূরিও একই ডিজাইন ল্যাঙ্গুয়েজ অনুসরণ করবে। স্পেসিফিকেশনের ক্ষেত্রে, অনর এক্স৯এ-এ ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন, ২০:৯ অ্যাসপেক্ট রেশিও, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১০-বিট কালার প্যানেল অফার করে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর দ্বারা চালিত, যা সর্বাধিক ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত।

এছাড়া, Honor X9A অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমের সাথে লঞ্চ হয়েছে। এতে ৫,১০০ এমএএইচ ব্যাটারি আছে, যা ৪০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটির রিয়ার প্যানেলে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল ক্যামেরা সেটআপ এবং সামনের দিকে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। আশা করা যায়, উত্তরসূরি Honor X9B এর তুলনায় কিছু উন্নততর বৈশিষ্ট্য অফার করবে।