লঞ্চের আগে 2021 Royal Enfield Classic 350 কে‌ দেখা গেল বিজ্ঞাপনী শুটিংয়ে, বিক্রি শুরু হচ্ছে শীঘ্রই

রেট্রো-ক্রুজার সেগমেন্টে Honda বা Jawa-র নতুন প্রজন্মের বাইক যথেষ্ট প্রতিযোগিতা বাড়িয়েছে। তবে তাতে ৩৫০ সিসি ইঞ্জিন ক্যাপাসিটিযুক্ত মোটরসাইকেল বিভাগের একচ্ছত্র সম্রাট Royal Enfield-র স্থানকে বিশেষ টলানো যাবে না বলেই মনে করছে বিশেষজ্ঞদের একাংশ। আবার Yamaha ও Suzuki-র মতো বিশ্বসেরা টু-হুইলার ব্র্যান্ড এই সেগমেন্টে পা রাখার পরিকল্পনা করছে। ফলে আধিপত্যে যাতে সামান্যটুকু চির না ধরে তার জন্য ৩৫০ সিসি সেগমেন্টে রকমারি মডেলের উপর কাজ করছে Royal Enfield। গত বছরের নভেম্বরে তারা  নতুন Meteor 350 লঞ্চ করেছিল। এবার আত্মপ্রকাশ করতে চলেছে Classic 350 ক্রুজারের পরবর্তী প্রজন্মের মডেল। লঞ্চের দিনক্ষণ ঘোষণা না হলেও কয়েক সপ্তাহের মধ্যে 2021 Royal Enfield Classic 350-এর বিক্রি শুরু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

2021 Royal Enfield Classic 350-এর ভিডিও প্রকাশ্যে

রাজস্থানের জয়সলমীরে বিজ্ঞাপণী শুটিংয়ের সময় নতুন প্রজন্মের ২০২১ রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ বাইকের ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওটি শেয়ার করেছে পাওয়ার অন হুইল। যা দেখার পর পরিস্কার, রয়্যাল এনফিল্ডের সর্বাধিক বিক্রীত এই ক্রুজারে একগুচ্ছ অদলবদল আনা হয়েছে।

রয়্যাল এনফিল্ডের নতুন জে (J) প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে মিটিওর ৩৫০ বাজারে এসেছিল, নয়া ক্লাসিক ৩৫০ ক্রুজারে এই জে প্ল্যাটফর্মের হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে। ফলে দীর্ঘ দিনের প্রচলিত সিঙ্গেল ডাউনটিউব চ্যাসিসের পরিবর্তে ২০২১ ক্লাসিক ৩৫০ নতুন টুইন ক্রাডেল চ্যাসিস পেয়েছে। এটি ক্লাসিক ৩৫০-এর হ্যান্ডলিং এবং কর্নারিং অ্যাবিলিটি উন্নত করবে। পাশাপাশি এটি আরও ভাল রাইডিং ডাইনামিক্স অফার করবে। আবার ব্যালেন্স শ্যাফ্টের সংযুক্তি ভাইব্রেশন অধিক পরিমাণে কমাবে।

ডিজাইনের দিক থেকে পুরনো মডেলের মতো নতুন রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ গোল ক্রোমড আউট হেডল্যাম্প, ছোট হ্যান্ডেলবার, গোল মিরর, এবং ১৩.৫ লিটার ফুয়েল ট্যাঙ্কের সাথে আসবে। তবে বডি গ্রাফিক্স আপডেট করা হয়েছে৷ সেইসঙ্গে থাকবে নতুন রঙের বিকল্প। সিঙ্গেল ও ডুয়েল সিটের সাথে আসবে ক্লাসিক ৩৫০।

এগজিস্টিং ৩৪৬ সিসি-র ইঞ্জিনের বদলে ২০২১ ক্লাসিক ৩৫০ বাইকটিতে ৩৪৯ সিসি-র ইঞ্জিন থাকবে, যার সর্বোচ্চ পাওয়ার ও টর্ক আউটপুট যথাক্রমে ২০.৪ বিএইচপি ও ২৭ এনএম। ঘটনাচক্রে, মিটিওর ৩৫০ মোটরসাইকেলও একই ইঞ্জিনে চলে।

নতুন মডেলে ব্রেকিং সিস্টেম সরিয়ে চাকার ডান দিকে আনা হয়েছে। ডুয়েল চ্যানেল এবিএস টপ-এন্ড ভ্যারিয়েন্টে অফার করা হবে। 2021 Royal Enfield Clasic 350-এর ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে একটি ছোট ডিজিটাল ডিসপ্লে যোগ করা হয়েছে। যেখানে ফুয়েল বার গ্রাফ ফুটে উঠবে। এছাড়া এর টপ-এন্ড ভ্যারিয়েন্টে রয়্যাল এনফিল্ডের ট্রিপার নেভিগেশন সিস্টেম উপলব্ধ হবে বলে আশা করা যায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন