টেক স্যাভি তরুণ প্রজন্মকে কাছে টানতে তৎপর Royal Enfield, বাইকে দিচ্ছে আধুনিক প্রযুক্তি

মোটরসাইকেলে গুচ্ছের অ্যাক্সেসরি অফার করার ক্ষেত্রে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর জগৎজোড়া সুখ্যাতি। তবে টেক স্যাভি তরুণ প্রজন্মকে কাছে টানতে সংস্থাটি ট্রিপার (Tripper) নেভিগেশন সিস্টেম যুক্ত প্রথম মডেল হিসাবে Meteor 350 ক্রুজার লঞ্চ করেছিল। বর্তমানে Himalayan, Classic 350 ও Hunter 350-তেও এই ফিচার উপলব্ধ রয়েছে। এমনকি জানুয়ারিতে বাজারে আসা সংস্থার ফ্ল্যাগশিপ ক্রুজার Super Meteor 650-তে ট্রিপার নেভিগেশন সিস্টেম স্ট্যান্ডার্ড হিসেবে দেওয়া হয়েছে। এবারে 650 Twins নামে পরিচিত Continental GT 650 ও Interceptor 650 মডেল ওই ফিচার সহ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে সংস্থা।

Royal Enfield 650 Twins ট্রিপার নেভিগেশন সিস্টেম পেতে চলেছে

সম্প্রতি ভারতের রাস্তায় একাধিক অ্যাক্সেসরি সহ Continental GT 650-এর দর্শন পাওয়া গিয়েছে। বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে একটি হল ট্রিপার নেভিগেশন সিস্টেম। স্পিডোমিটার এবং ট্যাকোমিটারের মাঝে ট্রিপারের জন্য ছোট গোল পড অবস্থিত। 650 Twins-এর অ্যাক্সেসরি পোর্টের সাথে নেভিগেশনটি সংযুক্ত থাকতে পারে। তাই মোটরসাইকেল এর সাথে ট্রিপারটি ‘সুইচ অফ’ ব্যবস্থার সাথে আসবে। এই ফিচারটি নিতে হবে অতিরিক্ত ৫,০০০ টাকা খরচ হতে পারে বলে অনুমান।

আবার Interceptor 650 ও Continental GT 650-এর পুরনো ভার্সনে ট্রিপার নেভিগেশন রেট্রোফিট করা যাবে কিনা সে বিষয়ে এখনও কোনো তথ্য সামনে আসেনি। এদিকে Continental GT 650-এর নতুন মডেলটি একটি এলইডি টার্ন ইন্ডিকেটর এবং নয়া এলইডি সার্কুলার টেলল্যাম্প সহ দেখা মিলেছে। যেখানে এতদিন হ্যালোজেন ইউনিট ব্যবহার করা হত।

প্রসঙ্গত, রয়্যাল এনফিল্ড জেনুইন অ্যাক্সেসরি হিসেবে অ্যালয় হুইল এখনও লঞ্চ করেনি। প্রথম লঞ্চের পর থেকে Interceptor 650 ও Continental GT 650-এর অ্যালয় হুইলের জন্য ক্রেতারা এখনও অপেক্ষা করে রয়েছেন। বর্তমানে 650 Twins-এর নয়া ব্ল্যাক্ড-আউট ভার্সনটি শুধু অ্যালয় হুইল সমেত কেনা যায়।