Amazon-এর চরম ভুলে ফাঁস হয়ে গেল Realme, iQOO, Motorola, itel এর আপকামিং ফোনের দাম

অ্যামাজন প্রকাশ করেছে যে Realme Narzo 60 5G সিরিজের দাম ১৭,৯৯৯ টাকা থেকে শুরু হবে। তবে এটি স্ট্যান্ডার্ড Narzo 60 5G-এর মূল্য বলেই মনে হচ্ছে, এর Pro ভ্যারিয়েন্টের নয়

আগামী সপ্তাহে অর্থাৎ জুলাইয়ের প্রথম দিকেই ভারতে একাধিক ব্র্যান্ড তাদের কিছু নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, যেগুলির মধ্যে কয়েকটি মডেলের বিক্রি ১৫ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হতে চলা অ্যামাজন প্রাইম ডে সেলে (Amazon Prime Day Sale) শুরু হবে। তবে আসন্ন এই স্মার্টফোনগুলির আনুষ্ঠানিক লঞ্চের আগেই, সেগুলির দাম অ্যামাজন আজ ভুলবশত ফাঁস করে ফেলেছে। যদিও, ই-কমার্স সাইটটি কিছুক্ষণের মধ্যেই সাইট থেকে ফোনগুলির দাম সরিয়ে দেয়, তবে একটি রিপোর্টে এবিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। আসুন এগুলি দেখে নেওয়া যাক।

Amazon ফাঁস হল একাধিক আপকামিং ফোনের দাম

মোটোরোলা (Motorola) আগামী সপ্তাহে Razr 40 সিরিজটি ভারতে লঞ্চ করতে চলেছে। লেনোভো (Lenovo)-অধীনস্থ ব্র্যান্ডটি আগামী ৩ জুলাই স্ট্যান্ডার্ড Razr 40 এবং Razr 40 Ultra – মডেল দুটি উন্মোচন করবে বলে জানা গেছে। অ্যামাজনের লিস্টিংটি প্রকাশ করেছে যে আসন্ন ক্ল্যামশেল ফোল্ডেবল ফোনটির দাম ৫৯,৯৯৯ টাকা থেকে শুরু হবে। তবে, এটি স্ট্যান্ডার্ড সংস্করণটির দাম নাকি আল্ট্রা ভ্যারিয়েন্টের, তা স্পষ্ট করা হয়নি। এদিকে, ভিভো (Vivo)-এর সাব-ব্র্যান্ড আইকো (iQOO) আগামী ৪ জুলাই iQOO Neo 7 Pro লঞ্চ করবে৷ এটির দাম ৩৫,৯৯৯ টাকা হবে বলে জানা গেছে৷ ব্যাঙ্কের অফারের সাথে এটি ৩৩,৯৯৯ টাকায় পাওয়া যাবে।

এছাড়াও, অ্যামাজন প্রকাশ করেছে যে Realme Narzo 60 5G সিরিজের দাম ১৭,৯৯৯ টাকা থেকে শুরু হবে। তবে এটি স্ট্যান্ডার্ড Narzo 60 5G-এর মূল্য বলেই মনে হচ্ছে, এর Pro ভ্যারিয়েন্টের নয়। এই দুটি ফোনই আগামী ৬ জুলাই লঞ্চ হতে চলেছে৷ iTel P40+ নামে আরেকটি বাজেট-রেঞ্জের ফোন ৯,০০০ টাকারও কম দামে বিশাল ৭,০০০ এমএএইচ ব্যাটারির সাথে শীঘ্রই আসতে চলেছে৷

উল্লেখ্য, অ্যামাজনে যে সমস্ত আসন্ন ডিভাইসের দামগুলি ফাঁস করা হয়েছে, সেগুলি ফোনের বেস ভ্যারিয়েন্টের দাম বলেই অনুমান করা হচ্ছে। উল্লেখিত ডিভাইসগুলি ছাড়াও, ওয়ানপ্লাস আগামী ৫ জুলাই তাদের নর্ড সামার লঞ্চ (OnePlus Nord Summer Launch) ইভেন্টের জন্য প্রস্তুত হচ্ছে, যেখানে তারা তাদের জনপ্রিয় নর্ড সিরিজের একাধিক হ্যান্ডসেট উন্মোচন করবে। আর অন্যদিকে স্যামসাং আগামী ৭ জুলাই Galaxy M34 5G ফোনটি লঞ্চ করবে বলে জানা গেছে।