কেবল ৭৯৯ টাকায় ভারতে এল Realme 10000mAh Power Bank 2i

বর্তমানে রোজকার ব্যস্ত স্মার্টফোন-কম্পিউটার কেন্দ্রিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে পাওয়ার ব্যাংক। ইউজারদের চাহিদা দেখে প্রায়ই বিভিন্ন ক্যাপাসিটির পাওয়ার ব্যাংক বাজারে আনছে একাংশ ইলেকট্রনিক্স ব্র্যান্ড। এই তালিকায় আজ সংযোজন হল আরো একটি প্রোডাক্ট, সৌজন্যে জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা Realme। আসলে আজ, স্মার্টফোন কেন্দ্রিক ব্র্যান্ড Realme ভারতের বাজারে একটি ১০,০০০ এমএএইচের পাওয়ার ব্যাংক লঞ্চ করেছে, যার দাম মাত্র ৭৯৯ টাকা।

এই নতুন পাওয়ার ব্যাংকটির নাম Realme 10000mAh Power Bank 2i। আগামী পরশু অর্থাৎ ৬ই নভেম্বর দুপুর ১২টা থেকে এটি Realme-র অফিসিয়াল ওয়েবসাইটে বিক্রি করা হবে। তবে আগ্রহীরা এই সাশ্রয়ী মূল্যের পাওয়ার ব্যাংকটি ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart থেকেও কিনতে পারবেন। এটি হলুদ এবং কালো রঙের ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

আগেই বলেছি পাওয়ার ব্যাংকটি ১০,০০০ এমএএইচ ক্ষমতা সম্পন্ন, প্রোডাক্টটির নামেই এর ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে বর্ণনা দেওয়া আছে। তবে লিথিয়াম-পলিমার ব্যাটারি যুক্ত প্রোডাক্টটির অন্যান্য ফিচারের কথা যদি বলি, তবে এতে দুটি সাধারণ USB-A আউটপুট পোর্ট এবং দুটি ইনপুট (একটি USB-A টাইপ এবং অন্যটি USB-C টাইপ পোর্ট) রয়েছে। এছাড়াও আছে ১২ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধাও।

আবার AIoT ডিভাইসের চার্জিংয়ের জন্য রিয়েলমির এই পাওয়ার ব্যাংকটিতে রয়েছে বিশেষ ‘লো কারেন্ট’ মোড। ডিভাইসের সার্কিট সুরক্ষার জন্য এতে ১৪টি বিশেষ সার্কিট প্রোটেকশন লেয়ার রয়েছে। ফলে এই পাওয়ার ব্যাংকটি, ডিভাইসের আউটপুট শর্ট সার্কিট, ইনপুট সার্জ, ব্যাটারি ওভারচার্জ, ওভার হিটিং ইত্যাদি সমস্যা থেকে সুরক্ষা দেয়। Realme 10000mAh Power Bank 2i, 3D কার্ভড শেপ ডিজাইনের সাথে এসেছে। এটি মাত্র ১৭.৫ মিলিমিটার পুরু এবং ওজন ২৫০ গ্রাম।