Poco M3 Pro হবে Redmi Note 10 5G এর রিব্র্যান্ডেড ভার্সন! শীঘ্রই আসছে ভারতে

গত জুলাইতে ভারতে লঞ্চ হয়েছিল Poco M2 Pro। তারপর কেটে গিয়েছে দীর্ঘ সময়। স্মার্টফোনটির  উত্তরসূরি মডেল নিয়ে পোকো যে চিন্তাভাবনা করছে, তা নিয়ে কোনো দ্বিমত ছিল না। তবে এখন দেখা যাচ্ছে, Poco M2 Pro এর সাকসেসর মডেল লঞ্চ হতে খুব একটা বেশি সময় নেবে না। আসলে ফোনটি ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) এর ডেটাবেসে দেখা গিয়েছে। সার্টিফিকেশন সাইটটি থেকে Poco M2 Pro এর সাকসেসর Poco M3 Pro- এর বিষয়ে বেশ চিত্তাকর্ষক তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, একটি রেডমি স্মার্টফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে পোকো এম৩ প্রো লঞ্চ করা হবে। আবার Poco M3 Pro, পোকোর প্রথম ৫জি স্মার্টফোন হিসেবে ভারতে পা রাখবে।

FCC সার্টিফিকেশন সাইটে M2103K19PG মডেল নম্বর সহ পোকো এম৩ প্রো এর গ্লোবাল ভ্যারিয়েন্ট স্পট করা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া রেডমি নোট ১০ ৫জি স্মার্টফোনেরও একই মডেল নম্বর ছিল। সুতরাং, Redmi Note 10 5G স্মার্টফোনটি যে Poco M3 Pro নামে রিব্র্যান্ডেড হয়ে ভারত সহ অন্যান্য দেশে লঞ্চ হচ্ছে, সেই নিয়ে সন্দেহের কোনো অবকাশ রইলো না। সার্টিফিকেশন ডকুমেন্টে বলা হয়েছে, রিয়ার প্যানেলের ড্রয়িং ও ব্র্যান্ডিংয়ের জন্য ভিন্ন লেজার এনগ্রেভিং, এই দুটি ক্ষেত্রে শুধুমাত্র স্মার্টফোন দুটির মধ্যে পার্থক্য দেখা যাবে।

প্রসঙ্গত, Poco M3 Pro এর ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট কে কিছুদিন আগে M2103K19PI মডেল নম্বর সহ বিআইএস-এ দেখা গিয়েছিল। ফলে ফোনটির ভারতে আগমন সম্পর্কেও পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছে। বিআইএস সার্টিফিকেশন পেয়ে যাওয়ার ফলে, পোকো এম৩ প্রো যে শীঘ্রই ভারতে লঞ্চ হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

Poco M3 Pro 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

রিব্রান্ডেড ভার্সন হিসেবে আসায় বৈশিষ্টের নিরিখে রেডমি নোট ১০ ৫জি ও পোকো এম৩ প্রো ৫জি এর মধ্যে ভিন্নতা দেখার সম্ভাবনা খুবই কম। তাই আমরা বলতে পারি পোকো এম৩ প্রো ৫জি ৬.৫ ইঞ্চি এলসিডি পাঞ্চ হোল ডিসপ্লে সহ আসবে। এটি ফুল এইচডি+ রেজোলিউশন (১০৮০ x ২৪০০ পিক্সেল) ও ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর ব্যবহার করা হবে।

পোকো এম৩ প্রো ৫জি  ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেমের সঙ্গে আসতে পারে। ক্যামেরাগুলা হবে ৪৮+২+২ মেগাপিক্সেল। সেলফির জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যেতে পারে। ফোনটি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি পেতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন