Redmi Note 13R Pro: রেডমির নোট সিরিজে আসছে নতুন ফোন, লঞ্চের আগেই ফাঁস চার্জিং স্পিড

শাওমি (Xiaomi)-এর জনপ্রিয় সাব-ব্র্যান্ড রেডমি (Redmi) গত সপ্তাহে চীনে Note 13 সিরিজ লঞ্চ করেছে। এই লাইনআপে স্ট্যান্ডার্ড, Pro এবং Pro Plus নামে তিনটি ভ্যারিয়েন্ট এসেছে। আবার রেডমি এখন Note 13 সিরিজের অধীনে R-ব্র্যান্ডিংয়ের সাথে Note 13R, Note 13R Pro এবং Note 13 Turbo সহ আরও কয়েকটি নতুন মডেল লঞ্চের পরিকল্পনা করছে বলে জানা গেছে। এবার জল্পনা বাড়িয়ে এক নতুন রেডমি ফোন চীনের ৩সি (3C) সার্টিফিকেশন সাইটে হাজির হয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে।

নতুন Redmi ফোনকে দেখা গেল 3C-এর ডেটাবেসে

চায়না কম্পালসারি সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত রেডমি ফোনটি 2311FRAFDC মডেল নম্বর বহন করে। মনে করা হচ্ছে যে, এটি রেডমি নোট ১৩আর প্রো নামে চীনা মার্কেটে লঞ্চ হবে। লিস্টিংটি প্রকাশ করেছে যে স্মার্টফোনটিতে ৩৩ ওয়াট পর্যন্ত চার্জিং স্পিড সাপোর্ট করবে। এছাড়া আর বিশেষ কিছু জানা যায়নি।

এদিকে একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, সম্প্রতি আইএমইআই (IMEI) ডেটাবেসে 2312DRAF3G এবং 2312DRAF3I মডেল নম্বর সহ তালিকাভুক্ত দুটি পোকো (Poco)-ব্র্যান্ডের ডিভাইস বিশ্ব বাজারে এবং ভারতে লঞ্চ হতে চলেছে৷ এই মডেল নম্বরগুলি দেখে বিচার করলে, থ্রিসি সার্টিফিকেশন লিস্টিং চীনা বাজারের জন্য রেডমি নোট ১৩আর প্রো-এর দিকে ইঙ্গিত করে। এই ফোনটিই গ্লোবাল মার্কেটে পোকো এক্স৬ প্রো হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে বলে অনুমান।

এছাড়াও, এক টিপস্টার দাবি করেছেন যে Redmi Note 13R Pro-তে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে। সম্ভবত এই ফোনটির অধিকাংশ স্পেসিফিকেশন স্ট্যান্ডার্ড Redmi Note 13-এর মতোই হবে। ডিভাইসটি ভারতেও লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে, কিন্তু ভিন্ন নামে। আশা করা যায় যে Redmi Note 13R Pro সম্পর্কিত আরও তথ্য খুব শীঘ্রই অনলাইনে প্রকাশিত হবে।