গত ১০ দিনে দাম কমেছে তিনটি Smartphone-এর, সস্তায় পাবেন দেদার ফিচার

এই উৎসবের মরসুমে আপনি যদি নিজের প্রয়োজনে বা কাউকে উপহার দেওয়ার জন্য একটি নতুন ফোন কেনার পরিকল্পনা করেন এবং সাশ্রয়ের জন্য কোনো অফার বা সেলের অপেক্ষায় থাকেন, তাহলে আপনার জন্য আজ রয়েছে সুখবর। না, এই মুহূর্তে কোনো বিশেষ সেল চলছেনা, তবে গত ১০ দিনে তিনটি স্মার্টফোন বেশ সস্তা হয়েছে যার মধ্যে রয়েছে iQOO Neo 7 5G, Vivo Y36 এবং Vivo Y02t মডেল। এই ফোনগুলি বর্তমানে MRP-র থেকে ২,০০০ টাকা পর্যন্ত কম দামে পাওয়া যাবে। আসুন এখন Vivo-র এইসব ফোনের বর্তমান দাম ও ফিচার এক নজরে দেখে নিই।

দাম কমেছে এই তিনটি নতুন স্মার্টফোনের, কিনলে পাবেন দেদার সুবিধা

১. iQOO Neo 7 5G: চলতি বছরের ফেব্রুয়ারিতে এই ফোনটি লঞ্চ হয়েছিল। বর্তমানে এর দাম ২,০০০ টাকা কমানো হয়েছে।

এতে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,৩০০ নিট ব্রাইটনেস এবং ২০:৯ অ্যাসপেক্ট রেশিওযুক্ত ৬.৭৮ ইঞ্চি ফুল-এইচডি প্লাস অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য ফোনটিতে দেওয়া আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ ৫জি প্রসেসর, যার সাথে ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫ (LPDDR5) র‌্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে। এক্ষেত্রে এটি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করবে। আবার ফটোগ্রাফির জন্য মিলবে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা।

২. Vivo Y36: এই ফোনটি গত জুলাই মাসে লঞ্চ হয়েছিল এবং এর দাম এখন হাজার টাকা কমানো হয়েছে।

ভিভো ওয়াই৩৬-এ আপনি পাবেন ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৪০ টাচ স্যাম্পলিং রেটযুক্ত ৬.৬৪ ইঞ্চি ফুল-এইচডি+ (রেজোলিউশন ১০৮০×২৩৮৮ পিক্সেল) এলসিডি ডিসপ্লে। এতে স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর, ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজও পাওয়া যাবে। সাথে থাকবে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটির সুবিধা। এটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপও অফার করবে।

৩. Vivo Y02t: সম্প্রতি এর দাম ৫০০ টাকা কমেছে। এটি মাস দুয়েক আগে মানে জুলাই মাসে লঞ্চ হয়েছিল।

এই ফোনটিতে ৬.৫১ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, অক্টা-কোর মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা আছে।