Tecno Spark 20 Pro+ নতুন বছরের মুখেই লঞ্চ হল, 108 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে অ্যামোলেড ডিসপ্লে

Tecno Spark 20 Pro+ স্মার্টফোন ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত একক ভ্যারিয়েন্টে এসেছে।

Tecno সম্প্রতি Spark 20 এবং Spark 20 Pro নামের দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। আবার আজ সংস্থাটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে, এই একই সিরিজের অধীনে আরেকটি নয়া মডেল তালিকাভুক্ত করল। এটি Tecno Spark 20 Pro+ নামে এসেছে এবং বর্তমানে গ্লোবাল মার্কেটের জন্য উপলব্ধ। সদ্য আগত এই হ্যান্ডসেটে – FHD+ কার্ভড AMOLED ডিসপ্লে, মিডিয়াটেক চিপসেট, লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কাস্টম স্কিন, ১০৮ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারির মতো একাধিক উল্লেখযোগ্য ফিচার বিদ্যমান। সর্বোপরি এতে ডায়নামিক আইল্যান্ড এবং ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম ফিচারও সাপোর্ট করে। চলুন এবার Tecno Spark 20 Pro+ স্মার্টফোনের বিশেষত্ব সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Tecno Spark 20 Pro+ স্মার্টফোনের দাম ও লভ্যতা

টেকনো ব্র্যান্ডের এই নয়া স্মার্টফোনটি মোট চারটি কালার অপশনে লঞ্চ হয়েছে, যথা – টেম্পোরাল অরবিটস, লুনার ফ্রস্ট, রেডিয়েন্ট স্টারস্ট্রিম এবং ম্যাজিক স্কিন ২.০ গ্রীন। যার মধ্যে, ম্যাজিক স্কিন ২.০ কালার বিকল্পটি ফাউক্স লেদার ব্যাক প্যানেল অফার করে। আর বাদবাকি কালার ভ্যারিয়েন্টগুলি গ্লাস টেক্সচার্ড রিয়ার প্যানেলের সাথে এসেছে।

টেকনো স্পার্ক ২০ প্রো+ স্মার্টফোন ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত একক ভ্যারিয়েন্টে এসেছে। সংস্থাটি এখনো তাদের এই লেটেস্ট হ্যান্ডসেটের দাম ও লভ্যতা সংক্রান্ত তথ্য ঘোষণা করেনি। তবে আশা করা হচ্ছে আগামী কয়েক দিনের মধ্যে যাবতীয় বিশদ প্রকাশ্যে আনা হবে।

Tecno Spark 20 Pro+ স্মার্টফোনের স্পেসিফিকেশন ও ফিচার

টেকনো স্পার্ক ২০ প্রো+ স্মার্টফোনে ৬.৭৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৪৩৬x১০৮০ পিক্সেল) কার্ভড AMOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল (কেন্দ্রীভূত) স্টাইলের এবং এটি – ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১০০০ নিট পিক ব্রাইটনেস এবং ২১৬০ হার্টজ হাই ফ্রিকোয়েন্সি PWM ডিমিং সাপোর্ট করে। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি৯৯ আল্টিমেট প্রসেসর এবং মালি-জি৫৭ এমপি২ জিপিইউ ব্যবহার করা হয়েছে। জানিয়ে রাখি এই চিপসেট – ২.২ গিগাহার্টজ ক্লক রেটে দুটি কর্টেক্স এ৭৬ কোর এবং ২.০ গিগাহার্টজ ক্লক রেটে ছয়টি কর্টেক্স এ৫৫ কোর সাপোর্ট করে। যাইহোক, অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইওএস ১৪ কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে। এই ফোন ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। যদিও টেকনোর দাবি অনুসারে, এটি অতিরিক্তভাবে আরো ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম এক্সটেনশন ফিচার সাপোর্ট করে। এছাড়া মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর ইন্টারনাল স্টোরেজ বাড়ানো সম্ভব।

ছবি তোলার জন্য নবাগত Tecno Spark 20 Pro+ স্মার্টফোনে ডুয়েল এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৭৫ অ্যাপারচার ও ৩এক্স ইন-সেন্সর জুম সহ ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি শুটার (সেন্সর সাইজ – ১/১.৬৭-ইঞ্চি) এবং ০.০৮ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের সুবিধার্থে এতে এফ/২.২ অ্যাপারচার যুক্ত ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা মিলবে।

অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, লেটেস্ট টেকনো ব্র্যান্ডেড হ্যান্ডসেটটি – ডায়নামিক আইল্যান্ড, হাই-রেস অডিও সমর্থিত স্টেরিও ডুয়াল স্পিকার সিস্টেম, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার সহ এসেছে। তদুপরি কানেক্টিভিটি বিকল্প হিসাবে এতে – 4G VoLTE, ডুয়াল-সিম স্লট, ওয়াই-ফাই ৮০২.১১ বি/জি/এন/এসি, ব্লুটুথ, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট পাওয়া যাবে৷ Tecno Spark 20 Pro+ স্মার্টফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। পরিশেষে, IP53 রেটিং প্রাপ্ত এই মডেলের পরিমাপ ১৬৪.৬৫x৭৫.০৪x৭.৫ মিমি।