ভারতে তৈরি Royal Enfield-এর দুই জনপ্রিয় বাইক এবার লঞ্চ হল বিদেশে, দাম শুনলে অবাক হবেন

অন্যান্য সংস্থার তুলনায় কম দামে ভাল মানের রেট্রো ও ক্রুজার বাইক বিক্রি করার জন্য পরিচিত রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। এবার ভারত ও আর্ন্তজাতিক বাজারে রেট্রো স্টাইলের বাইকের রাজ করা Classic 350 এবং জনপ্রিয় Meteor 350 ক্রুজার মোটরসাইকেল নিয়ে সংস্থাটি হাজির হল মালয়েশিয়ার বাজারে।

সে দেশে Royal Enfield Classic 350-র মূল্য রাখা হয়েছে ২৩,৫০০ থেকে ২৪,৫০০ রিংগিত। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪.১৫-৪.৩২ লক্ষ টাকা। অন্যদিকে Meteor 350-এর ধার্যমূল্য ২৪,৩০০ থেকে ২৫,২০০ রিংগিত। টাকার অঙ্কে যা প্রায় ৪.২৭-৪.৪৩ লক্ষ। ভারতের তুলনায় দ্বিগুণের বেশি দামে লঞ্চ হয়েছে বাইক দু’টি।

Meteor 350 মোট সাতটি রঙের বিকল্পে নিয়ে আসা হয়েছে। আর Classic 350 নয়টি ভিন্ন রঙে বেছে নেওয়া যাবে। তবে এখানে জানিয়ে রাখি ভারতের বাজারে বাইকগুলি যথাক্রমে ১০ ও ১৫টি রঙের বিকল্পে উপলব্ধ। সে দিক থেকে দেখতে গেলে ভারতের চেয়ে মালয়েশিয়ার বাজারে দাম বেশি হলেও, রঙের বিকল্প কম।

ক্লাসিক ৩৫০-এর উল্লেখযোগ্য ফিচার গুলির মধ্যে রয়েছে একটি এলসিডি ডিসপ্লে, যাতে ফুয়েল গজ, ট্রিপ মিটার এবং ক্লক দেখা যায়। এছাড়া এতে চ্যানেল এবিএস, ইউএসবি চার্জার এবং ট্রিপার নেভিগেশন সিস্টেম উপলব্ধ। দু’টি বাইকেই রয়েছে ‘J’ প্ল্যাটফর্মে তৈরি ৩৪৯ সিসি ইঞ্জিন, যা থেকে ২০.৫ পিএস শক্তি এবং ২৭ এনএম টর্ক পাওয়া যায়। ইঞ্জিনের সাথে সংযুক্ত পাঁচ গতির গিয়ারবক্স।