Samsung Galaxy M52 5G হবে Galaxy F52 5G-এর রিব্র্যান্ডেড ভার্সন! জল্পনা বাড়াল রিপোর্ট

চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ডগুলির পাশাপাশি আজ, Samsung-ও রিব্র্যান্ডেড জ্বরে আক্রান্ত। অর্থাৎ সাম্প্রতিক সময়ে, এগজিস্টিং স্মার্টফোন রিব্র্যান্ডিংয়ের মাধ্যমে বিভিন্ন মার্কেটে লঞ্চ করার প্রবণতা Samsung-এর মধ্যে প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। এই রিব্যাজড হ্যান্ডসেটগুলি মূলত কোম্পানির বাজেট লাইনআপ – Galaxy A, Galaxy M, ও Galaxy F-এর অর্ন্তগত৷ এখন নতুন রিপোর্ট বলছে, Galaxy M52 5G নামে একটি স্মার্টফোনের ওপর Samsung কাজ করছে। এটি অবশ্য কোনও নতুন মডেল নয়, Galaxy M52 5G, সদ্য চীনে লঞ্চ হওয়া Samsung Galaxy F52 5G-এর রিব্র্যান্ডেড ভার্সন হবে বলে রিপোর্টে দাবি করা হয়েছে।

GalaxyClub-এর রিপোর্ট অনুযায়ী, Galaxy F52 5G অন্যান্য মার্কেটে Galaxy M52 5G নাম-সহ আসতে পারে। এটি গত বছরের Galaxy M51-এর সাক্সেসর হবে।

GalaxyClub আবার জল্পনা বাড়িয়ে বলছে, Galaxy M52 5G এখনও লঞ্চ না হওয়া SM-M425F মডেল নম্বরের স্মার্টফোন হতে পারে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, এটি ৬৪ মেগাপিক্সেল Samsung ISOCELL GW3 Galaxy প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ Galaxy M42-এর একটি ভ্যারিয়েন্ট।

তবে সমস্যা হল, Samsung Galaxy F52 5G-এর মডেল নম্বর SM-E5260। এর সাথে SM-M425F মডেল নম্বরের আকাশ পাতাল তথাৎ। ফলে আপকামিং Galaxy F52 5G স্মার্টফোনটি Samsung-এর একদম নতুন মডেল হওয়ার কিছুটা সম্ভাবনা রয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন