ভারতে লঞ্চ হল ফিচারে ঠাসা Micromax IN 1, দাম শুরু ১০ হাজার টাকা থেকে

ঘোষণা মতই আজ ভারতে লঞ্চ হল Micromax IN 1। এই ফোনটি কোম্পানি তাদের জন্য এনেছে যারা ১০ হাজার টাকার রেঞ্জে নতুন ফোন খোঁজ করছেন। মাইক্রোম্যাক্স ইন ১ ফোনে আছে মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আবার এই ফোনে পাওয়া যাবে ৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাঞ্চ হোল ডিজাইনের ডিসপ্লের সাথে আসা Micromax IN 1 ভারতে দুটি স্টোরেজ বিকল্পে কেনা যাবে।

Micromax IN 1 এর দাম ও উপলব্ধতা

ভারতে মাইক্রোম্যাক্স ইন ১ দাম শুরু হয়েছে ৯,৯৯৯ টাকা থেকে। এই মূল্য ফোনটির ৪ জিবি র‌্যাম ৬৪ জিবি স্টোরেজের। আবার এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৪৯৯ টাকা। ফোনটি ব্লু ও পার্পেল কালারে পাওয়া যাবে।

আগামী ২৬ মার্চ দুপুর ১২ টা থেকে Micromax IN 1 এর বিক্রি শুরু হবে। ই-কমার্স সাইট Flipkart ছাড়াও কোম্পানির নিজস্ব ওয়েবসাইট micromaxinfo.com থেকে ফোনটি কেনা যাবে। মনে রাখবেন প্রথম সেলের পর থেকে ফোনটির দাম ৫০০ টাকা বাড়বে।

Micromax IN 1 এর স্পেসিফিকেশন

ডুয়েল সিমের মাইক্রোম্যাক্স ইন ১ ফোনে আছে ২.৫ডি কার্ভড গ্লাস প্রোটেকশন সহ ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) পাঞ্চ হোল আইপিএস এলসিডি। এই ডিসপ্লের আসপেক্ট রেশিও ২০:৯, ব্রাইটনেস ৪৪০ নিটস এবং পিক্সেল ডেন্সিটি ৩৯৫ পিপিআই। এই ফোনে ব্যবহার করা হয়েছে ২ গিগাহার্টজ অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর। সাথে আছে ARM Mali G52 জিপিইউ। ফোনটি ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই স্টোরেজ বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Micromax IN 1 ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা বর্তমান। এর প্রাইমারি ক্যামেরা হল ৪৮ মেগাপিক্সেল। এছাড়াও বাকি দুটি ক্যামেরা হল ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/২.০ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। পিছনের ক্যামেরায় এএফ, পোর্ট্রেট, নাইট মোড, এইচডিআর, এআই, স্লো মোশন মোড, পানোরোমা প্রভৃতি ফিচার উপলব্ধ।

পাওয়ার ব্যাকআপের জন্য মাইক্রোম্যাক্স ইন ১ ফোনে রয়েছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি। যার সাথে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। চার্জিংয়ের জন্য এতে পাওয়া যাবে ইউএসবি টাইপ সি পোর্ট। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন