BSNL: দাম না বাড়ালেও সস্তা ব্রডব্যান্ড প্ল্যান বন্ধ করে দিল বিএসএনএল

ভারতের প্রথমসারির তিনটি নেটওয়ার্ক পরিষেবা প্রদানকারী (ISP) সংস্থা – Airtel, Vodafone Idea এবং Reliance Jio সম্প্রতি তাদের প্রিপেড রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়িয়েছে। যদিও সরকারি টেলিকম অপারেটর, ভারত সঞ্চার নিগম লিমিটেড’ ওরফে BSNL এখনও সেই পথে হাঁটেনি। তবে সংস্থাটি সম্প্রতি তাদের ব্রডব্যান্ড প্ল্যানের ক্ষেত্রে কিছু বিশেষ পরিবর্তন আনার কথা ঘোষণা করছে। জানা গেছে, সংস্থাটি, ৪৯৯ টাকা দামের ‘100GB CUL’ নামক ব্রডব্যান্ড প্ল্যানটি বন্ধ করে দিয়ে, গ্রাহকদের রেগুলার ফাইবার ব্রডব্যান্ড প্ল্যানে স্থানান্তরিত করেছে। প্রসঙ্গত, ৪৯৯ টাকার এই প্ল্যানটি গত মে মাসে চালু করা হয়েছিল। যাতে মোট ১০০জিবি ডেটার মধ্যে ৪০ জিবি ডেটা ১০ এমবিপিএস স্পিডে এবং বাকি ডেটা ৫১২ কেবিপিএস স্পিডে পাওয়া যেত।

৪৯৯ টাকার ব্রডব্যান্ড প্ল্যান প্রত্যাহার করার ঘোষণা করলো BSNL

৪৯৯ টাকার ব্রডব্যান্ড প্ল্যান বাতিল করার সাপেক্ষে বিএসএনএল জানিয়েছে যে, “দেশের প্রতিটি সার্কেলের নতুন গ্রাহকদের জন্য ‘100GB CUL@Rs. 499’ ভারত ফাইবার ব্রডব্যান্ড প্ল্যান প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সকল বিদ্যমান গ্রাহকদের অপর কোনো রেগুলার ভারত ফাইবার ব্রডব্যান্ড প্ল্যানে স্থানান্তরিত করার পরিকল্পনা করা হয়েছে, যেগুলিকে এখন অফারের সাথে কেনা যাবে”।

বাতিল হওয়া প্ল্যানের বিকল্প হিসাবে, FTTH গ্রাহকেরা সংস্থা দ্বারা ঘোষিত নতুন ত্রৈমাসিক পেমেন্ট স্কিমগুলি বেছে নিতে পারেন। যার মধ্যে সামিল আছে – ফাইবার বেসিক প্লাস (Fiber Basic Plus), ফাইবার ভ্যালু (Fiber Value) এবং ফাইবার প্রিমিয়াম (Fiber Premium) প্ল্যান। এগুলি কিনতে যথাক্রমে, ৫৯৯ টাকা, ৭৯৯ টাকা এবং ৯৯৯ টাকা খরচ করতে হবে। গ্রাহকেরা উক্ত প্ল্যানগুলি তিনমাসের জন্য রিচার্জ করলে কোনো অতিরিক্ত চার্জ বা রেন্টাল ছাড়াই ১৫ দিনের জন্য বিনামূল্যে পরিষেবা পেয়ে যাবেন। জানিয়ে রাখি, উক্ত তিনটি প্ল্যান ২০২২ সালের ২৩ জানুয়ারি পর্যন্ত উপলব্ধ থাকবে, বলে জানিয়েছে টেলিকম সংস্থাটি। তদ্ব্যতীত, ১,৭৯৭ টাকা, ২,৩৯৭ টাকা এবং ২,৯৯৭ টাকা দামের আরো তিনটি ব্রডব্যান্ড প্ল্যানও অন্তর্ভুক্ত আছে সংস্থার পোর্টফোলিওতে, যেগুলির মেয়াদ তিন মাস।

BSNL Fiber Basic Plus ৫৯৯ টাকার ব্রডব্যান্ড প্ল্যান

৫৯৯ টাকার ফাইবার বেসিক প্লাস প্ল্যানের অধীনে, ৬০ এমবিপিএস ইন্টারনেট স্পিডের সাথে ৩,৩০০জিবি ডেটা এবং আনলিমিটেড ডোমেস্টিক কলের সুবিধা পাওয়া যাবে। তবে, নির্ধারিত ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে ২ এমবিপিএস হয়ে যাবে। প্ল্যানটি ১ মাস, ৬ মাস, ১২ মাস এবং ২৪ মাসের বৈধতা সহ এসেছে।

BSNL Bharat Fibre ৭৯৯ টাকার টাকার ব্রডব্যান্ড প্ল্যান

৭৯৯ টাকা দামের ভারত ফাইবার প্ল্যানে, গ্রাহকেরা এমবিপিএস স্পিড সম্পন্ন মোট ৩.৩ টেরাবাইট বা ৩,৩০০জিবি ডেটা পেয়ে যাবেন। তবে, FUP লিমিট অতিক্রম করে গেলে, ইন্টারনেট স্পিড কমে ২ এমবিপিএস হয়ে যাবে।

BSNL Premium Fibre ৯৯৯ টাকার ব্রডব্যান্ড প্ল্যান

৯৯৯ টাকা দামের প্রিমিয়াম ফাইবার প্ল্যানে, ২০০ এমবিপিএস স্পিডে মোট ৩,৩০০ জিবি ডেটা অফার করা হবে। অন্যান্য প্ল্যানের মতো, এতে ডেটা লিমিট নিঃশেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড হ্রাস পেয়ে ২ এমবিপিএস হয়ে যাবে। এছাড়া, গ্রাহকেরা ৯৯৯ টাকার প্ল্যানে ‘ডিজনি+হটস্টার’ এর মতো জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের ফ্রি মেম্বারশিপও পেয়ে যাবেন।

BSNL Fibre Premium Plus ১,২৭৭ টাকার ব্রডব্যান্ড প্ল্যান

বিএসএনএল -এর ফাইবার প্রিমিয়াম প্লাস প্ল্যানের দাম ১,২৭৭ টাকা। এটি, ফাইবার বেসিক প্ল্যানের মতো ১ মাস, ৬ মাস, ১২ মাস এবং ২৪ মাসের বৈধতার সাথে আসে। এই প্ল্যানের অধীনে মোট ৩,৩০০জিবি ডেটা ব্যবহার করা যাবে। তবে নির্ধারিত ডেটা লিমিট শেষ হয়ে গেলে, ইন্টারনেট স্পিড ২০০ এমবিপিএস থেকে কমে ১৫ এমবিপিএস হয়ে যাবে।