আসছে Nokia 6300 4G ও Nokia 8000 4G, ফাঁস হল সমস্ত ফিচার

কয়েকদিন আগেই জানা গিয়েছিল HMD Global খুব শীঘ্রই ফেরত আনছে তাদের দুটি আইকনিক ফোন, Nokia 6300 এবং Nokia 8000। এই ফোনগুলি 4G কানেক্টিভিটি সহ নতুনভাবে আসবে। আবার এদের অপারেটিং সিস্টেম হিসাবে থাকবে KaiOS। যদিও এছাড়া আর কোনো তথ্য সামনে আসেনি। তবে আজ Nokia 6300 4G ও Nokia 8000 4G ফোন দুটির স্পেসিফিকেশন জানা গেল। NokiaPowerUser থেকে ফোনগুলির স্পেসিফিকেশন জানানো হয়েছে।

Nokia 6300 4G এর স্পেসিফিকেশন

নোকিয়া ৬৩০০ ৪জি ফোনটি ২০০৭ সালে লঞ্চ হওয়া classic 6300 ফোনের ওপর ভিত্তি করে বানানো হবে। এই ফোনটি সিঙ্গেল ও ডুয়েল সিমের (TA-1294) সাথে আসবে। আবার এতে থাকবে ১,৫০০ এমএএইচ ব্যাটারি ও ২.৪ ইঞ্চি ডিসপ্লে। এটি সিঙ্গেল কোর প্রসেসর সহ আসবে, সাথে দেওয়া হবে ৫১২ এমবি স্টোরেজ এবং ৪ এমবি র‍্যাম। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

কানেক্টিভিটির জন্য Nokia 6300 4G ফোনে পাবেন এলটিই, ব্লুটুথ, মাইক্রো ইউএসবি পোর্ট ও জিপিএস। এই ফোনের ওজন ১০৪.৭ গ্রাম। ফোনটি চারকোল, সায়ান এবং হোয়াইট কালারে আসবে।

Nokia 8000 4G এর স্পেসিফিকেশন

নোকিয়া ৮০০০ ৪জি ফোনের কথা বললে এতে থাকবে ২.৮ ইঞ্চি ডিসপ্লে। আবার ফোনটি KaiOS সিস্টেম ছাড়াও ডুয়েল সিমের (TA-1303) সাথে আসবে। নোকিয়া ৬৩০০ ৪জি এর মত এতেও থাকবে একই ক্যাপাসিটির ব্যাটারি, ৫১২ এমবি স্টোরেজ ও ৪ এমবি র‍্যাম। এখানেও ৩২ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।

এছাড়াও Nokia 6300 4G ফোনে কানেক্টিভিটির জন্য থাকবে এলটিই, ব্লুটুথ, মাইক্রো ইউএসবি। এর ওজন হবে ১১০ গ্রাম। এই ফোনটিও বেশ কয়েকটি কালারে আসবে – গোল্ড, ব্ল্যাক, ব্লু, হোয়াইট।