Royal Enfield: গাড়ি প্রেমী সুনীল শেট্টি বানিয়ে নিলেন নিজের পছন্দসই বাইক The Vintage

অভিনয় জগতের অনেকেরই বাইকের প্রতি অসম্ভব প্রেম রয়েছে। বিভিন্ন সময়ে জনপ্রিয় অভিনেতাদের নতুন নতুন বাইক সহ রাস্তায় দেখা যায়। অসামান্য অভিনয়ের জন্য খ্যাত বলিউড স্টার সুনিল শেট্টি (Sunil Shetty)-ও তাঁদের মধ্যে অন্যতম। প্রিমিয়াম রেঞ্জের বিলাসবহুল গাড়ি BMW X5 থেকে শুরু করে Hummer H3 এর মত চোখ ধাঁধানো নামিদামি সংস্থার গাড়িগুলি শোভা বাড়িয়েছে তাঁর গাড়ির সংগ্ৰহশালার। সম্প্রতি তিনি রেট্রো ও ভিন্টেজ স্টাইলের জন্য বিখ্যাত টু-হুইলার নির্মাতা সংস্থা রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর একটি কাস্টমাইজড বাইক বাড়িতে নিয়ে এসেছেন।

ভারদেঞ্চি (Vardenchi) নামক অন্যতম বাইক কাস্টমাইজেশন সংস্থা অভিনেতার বাইকটি কাস্টমাইজ করেছে। ভিন্টেজ স্টাইলের কারণে এর নামকরণ করা হয়েছে ‘The Vintage”। বাইকটির কাস্টমাইজেশন দেখে আপ্লুত সুনিল শেট্টি এর একটি ভিডিও পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। এই প্রসঙ্গে হ্যাশট্যাগ ব্যবহার করে তিনি সেখানে লিখেছেন, “এরা হল আসল পরিবর্তনকারী ব্যক্তি (Transformer)। দেখুন আমার বাইকটিকে কি সুন্দর করে সাজিয়েছে সে!” তিনি সংস্থার একজন কর্মী অক্ষয়, যিনি তাঁর বাইকটি কাস্টমাইজ করেছে তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

এই প্রসঙ্গে ভারদেঞ্চি (Vardenchi) মোটরসাইকেলস সংস্থার প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর অক্ষয় ভারদে সংবাদসংস্থাকে জানিয়েছেন, ”আমরা আরটিও (RTO)-র নির্দেশাবলী মেনে মোটরসাইকেলটির কাঠামো এবং সমস্ত অভ্যন্তরীণ যন্ত্রাংশ অক্ষত রেখেছে। একটি আরামদায়ক হ্যান্ডেল বার এতে লাগিয়ে আমরা এটির কেবল বহিরাংশেই পরিবর্তন এনেছি। বহিরাংশের কিছু অতিরিক্ত যন্ত্রাংশ খুলে তাতে আপডেট করা হয়েছে। যার ফলে বাইকটির ভিন্টেজ লুক এসেছে। তাই আমরা এর নামকরণ করেছি ‘দ্য ভিন্টেজ’।”

কাস্টমাইজেশনের পর ভিন্টেজ সেগমেন্টে বাইকটি জায়গা করে নিয়েছে। Sunil Shetty-র Royal Enfield মোটরসাইকেলটিতে ম্যাট মেটালিক গ্ৰে রঙ করা হয়েছে। এলইডি লাইটিং সহ এতে ছোট ক্লাসিক হেডলাইট লাগানো হয়েছে। এর সিঙ্গেল সিট এবং ক্লাসিক স্পোক হুইলগুলি বিশেষ মাত্রা যোগ করেছে বাইকটিতে। এছাড়াও এর বডি বানালে বেশ কিছু স্পোর্টি স্টিকার এবং হাতে আঁকা ডিজাইন যোগ করা হয়েছে। কাস্টমাইজিং সংস্থাটির তরফে সুনিল শেট্টিকে একটি রাইডিং জ্যাকেট এবং হাতে ডিজাইন করা হেলমেট উপহার সরূপ দেওয়া হয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন